ডেভিড লেটারম্যান | |
---|---|
ডাকনাম | ডেভিড মাইকেল লেটারম্যান |
জন্ম | ইন্ডিয়ানাপোলিস, যুক্তরাষ্ট্র | এপ্রিল ১২, ১৯৪৭
মাধ্যম | Stand-up, television |
কার্যকাল | 1974–2015 |
ধরন | হাস্যরস অনুষ্ঠান, ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান, আলোচনামূলক অনুষ্ঠান |
প্রভাবিত হয়েছেন | জনি কারসন,[১] Paul Dixon,[১] স্টিভ অ্যালেন, জোনাথন উইন্টার, গ্যারি মুর,[১] আর্নি কোভাক্স[২] |
প্রভাবিত করেছেন | স্টিফেন কোলবার্ট, রে রোমানো, জিমি কিমেল, কোনান ও'ব্রায়ান, জন স্টিউয়ার্ট, ল্যারি উইলমোর, সিথ মেয়ার্স, জিমি ফ্যালন, জন অলিভার,[৩] James Corden[৪] |
দম্পতি | Michelle Cook (বি. ১৯৬৮–১৯৭৭) Regina Lasko (বি. ২০০৯) |
সঙ্গী | মেরিল মারকো (১৯৭৮–১৯৮৮) |
সন্তান | 1 |
উল্লেখযোগ্য কাজ | দ্য ডেভিড লেটারম্যান শো লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান লেট শো উইথ ডেভিড লেটারম্যান |
স্বাক্ষর |
ডেভিড লেটারম্যান (ইংরেজিতে: David Letterman; জন্ম এপ্রিল ১২, ১৯৪৭) একজন মার্কিন টেলিভিশন উপস্থাপক, লেখক, অভিনেতা এবং অনুষ্ঠান নির্মাতা।[৬] তিনি লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান নামক একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনের জন্য বিশেষভাবে খ্যাত। অনুষ্ঠানটি এনবিসি চ্যানেলে দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি উপস্থাপনা করেছেন। ২০১৫ সালের মে ২০ তারিখে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এই অনুষ্ঠানটি মধ্যরাতের একটি টক-শো হিসেবে প্রচারিত হত। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কাল ধরে চলা টক-শো এটি।[৭][৮] টিভি গাইড ম্যাগাজিনের ৫০ শীর্ষ টিভি তারকার অন্যতম হিসেবে ডেভিড লেটারম্যানকে আখ্যা দেয়া হয়।[৯]
ডেভিড লেটারম্যান একজন টেলিভিশন অনুষ্ঠান ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও কাজ করেছেন। তার কোম্পানি ওয়ার্ল্ডওয়াইড প্যান্টস থেকেই লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান নির্মাণ করা হয়। কোম্পানিটি বেশ কয়েকটি হাস্যরস অনুষ্ঠানও নির্মাণ করেছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এভরিবডি লাভস রেমন্ড।
<ref>
ট্যাগ বৈধ নয়; latimes1
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি