ডেভিড স্লেপিয়ান | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৯ নভেম্বর ২০০৭ | (বয়স ৮৪)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মিশিগান বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | বীজগাণিতিক কোডিং তত্ত্ব |
পুরস্কার | আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল (১৯৮১) IEEE Centennial Medal (1984) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | গণিত |
প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাবস |
অভিসন্দর্ভের শিরোনাম | (১৯৪৯) |
ডেভিড স্লেপিয়ান একজন মার্কিন গণিতবিদ।
স্লেপিয়ান ১৯২৩ সালের ৩০ জুন পেন্সিলভেনিয়ার পিটসবার্গে জন্মগ্রহণ করেন। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৯ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। [১][২]