ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ | |
---|---|
দেশ | বাংলাদেশ |
ব্যবস্থাপক | সিসিডিএম |
খেলার ধরন | লিস্ট এ |
প্রথম টুর্নামেন্ট | ২০১৩-১৪ |
শেষ টুর্নামেন্ট | ২০১৯-২০ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২০-২১ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন |
দলের সংখ্যা | ১২ |
বর্তমান ট্রফি ধারক | ঢাকা আবাহনী |
সর্বাধিক সফল | ঢাকা আবাহনী (২ টা শিরোপা) |
![]() |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নামেও পরিচিত, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।[১]
১৯৭৪-৭৫ মৌসুমে টুর্নামেন্টটির প্রথম আসর শুরু হয়। এটি লিস্ট এ মর্যাদা পায় ২০১৩-১৪ মৌসুমে। এর আগে বাংলাদেশের একমাত্র লিস্ট এ টুর্নামেন্ট ছিল জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে টুর্নামেন্ট, বর্তমানে যেটি আর অনুষ্ঠিত হয় না। ১৯৭৪-৭৫ মৌসুম থেকে ২০১১-১২ মৌসুম পর্যন্ত ১৭ বার শিরোপা জিতেছিল ঢাকা আবাহনী, যা টুর্নামেন্টে রেকর্ড। [২] ২০১২-১৩ মৌসুমে টুর্নামেন্টটির কোন আসর অনুষ্ঠিত হয় নি।
অংশগ্রহণকারী দলগুলির কোনো আয়োজক মাঠ নেই। মূলত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ ৩ ও ৪ এ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটি লিস্ট এ মর্যাদা পাবার পর বিজয়ী দলগুলো হল :