তনয়া হোপ | |
---|---|
![]() ২০১৯-এ তনয়া | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১৫ - বর্তমান |
তনয়া হোপ (জন্ম: ৯ নভেম্বর, ১৯৯৬) একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।[১] মডেলিং শুরু করার পর তিনি মিস ইন্ডিয়া কলকাতা ২০১৫ খেতাবে ভূষিত হয়েছিলেন।[২] তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৫ এর একজন চূড়ান্ত প্রতিযোগী ছিলেন।[৩] তিনি ২০১৬ সালের তেলুগু চলচ্চিত্র আপাতলো ওকাদুন্দেভাডু-তে নিত্যা চরিত্রে ভূমিকা প্রদানের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন।[৪][৫]
তনয়া হোপের ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী। তিনি ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি পুনের টায়ারা ট্রেনিং স্টুডিওতে মডেলিং প্রশিক্ষণ নিয়েছিলেন। ২০১৫ সালে হোপ এফবিবি ফেমিনা মিস ইন্ডিয়া কলকাতা-র খেতাব জিতেছিলেন।[৬]
২০১৬ সালে তেলুগু চলচ্চিত্র আপাতলো ওকাদুন্দেভাডু দিয়ে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন, এরপর তিনি জগপতি বাবু অভিনীত ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত আরেকটি তেলুগু চলচ্চিত্র প্যাটেল এস.আই.আর.-এ এসিপি ক্যাথরিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। তনয়া অভিনীত প্রথম তামিল চলচ্চিত্র ছিল থাদম, যেটি পরিচালনা করেছিলেন ম্যাগিজ থিরুমেনী। তিনি চলচ্চিত্রটিতে বিদ্যা প্রদীপ এবং স্মৃতি ভেঙ্কটের পাশাপাশি তিন নায়িকার মাঝে একজন।[৭] তিনি তেলুগু-কন্নড় দ্বিভাষিক চলচ্চিত্র হোম মিনিস্টার-এ জেসির চরিত্রে অভিনয় করেছিলেন, চলচ্চিত্রটিতে তার বিপরীতে ছিলেন উপেন্দ্র এবং পরিচালনা করেছিলেন সুজয় কে. শ্রীহরি।[৮] সন্তোষ সোবহানের সাথে তিনি পেপার বয়-এ অভিনয় করেছিলেন।
দর্শন এর ৫১তম চলচ্চিত্র ইয়াজামানা-তে তনয়া একজন মুখ্য অভিনেত্রী ছিলেন। তিনি বাসান্নি শিরোনামে চলচ্চিত্রটির একটি জনপ্রিয় গানে উপস্থিত হয়েছিলেন।[৯]
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৬ | আপাতলো ওকাদুন্দেভাডু | নিত্যা | তেলুগু | তেলুগু চলচ্চিত্রে অভিষেক | [১০] |
নেনু সাইলাজা | স্বভূমিকায় | বিশেষ উপস্থিতি | [১১] | ||
২০১৭ | প্যাটেল এস.আই.আর. | এসিপি ক্যাথরিন | [১২] | ||
২০১৮ | পেপার বয় | মেঘা | মুখ্য অভিনেত্রী হিসাবে অভিষেক | [১৩] | |
২০১৯ | থাদম | দীপিকা | তামিল | তামিল চলচ্চিত্রে অভিষেক | [১৪] |
ইয়াজামানা | গঙ্গা | কন্নড় | কন্নড় চলচ্চিত্রে অভিষেক | [১৫] | |
উদগার্স | কারিশা | ||||
অমর | ববি | ||||
২০২০ | খাকি | লাস্য | |||
ডিসকো রাজা | পরিণীতি | তেলুগু | [১৬] | ||
ধরলা প্রভু | নিধি মানদান্না | তামিল | |||
হোম মিনিস্টার | জেসি | কন্নড় | নির্মাণ-পরবর্তী | [১৭] |