তাসনিম মীর | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
দেশ | ![]() |
জন্ম | মেহসানা, গুজরাত, ভারত | ১৩ মে ২০০৫
হাত | ডানহাতি |
মহিলাদের একক এবং দ্বৈত | |
বর্তমান অবস্থান | ১ (অনূর্ধ্ব ১৯) (১৪ই জানুয়ারী, ২০২২) |
বিডাব্লিউএফ প্রোফাইল |
তাসনিম মীর (জন্ম ১৩ই মে ২০০৫) ভারতের গুজরাটের একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। ২০২২ সালের ১৪ই জানুয়ারীতে বি ডাব্লিউ এফ দ্বারা প্রকাশিত অনূর্ধ্ব ১৯-এর খেলোয়াড়দের পর্যায়-তালিকায় তিনি প্রথম স্থান অধিকার করেন। প্রশঙ্গত উল্লেখ্য, এর আগে কোন ভারতীয় এই সম্মান পাননি