হাইয়াতু তাহরির আল-শাম (HTS) বা তাহরির আল শাম হল একটি সিরীয় সুন্নি সশস্ত্র রাজনৈতিক সংগঠন। এটি শুরু থেকেই সিরিয়ার গৃহযুদ্ধে জড়িত আছে।[১] ২০১৭ সালে এটি জাবহাতু ফাতাহ আল-শাম, আনসার আল-দ্বীন ফ্রন্ট, জায়েশ আল-সুন্না, লিওয়া আল-হক্ক ও তাহরিকু নুরুদ্দিন আল-জেনকি নামে চারটি সংগঠন একীভূতকরণের মাধ্যমে গঠিত হয়। গোষ্ঠীটি বর্তমান প্রাক্তন জাবহাতু ফাতাহ আল-শাম ও আহরার আল-শাম নেতাদের নেতৃত্বে রয়েছে। তবে হাইকমান্ড অন্যান্য গ্রুপের নেতাদের নিয়ে গঠিত।[২]
গঠিত হওয়ার কিছুদিন পর আনসার আল-দ্বীন ফ্রন্ট [৩] ও তাহরিকু নুরুদ্দিন আল-জেনকি তাহরির আল-শাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ২০২২ সালে এটির আনুমানিক ৬,০০০-১৫,০০০ জন সদস্য ছিল। হাইয়াতু তাহরির আল-শাম সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রতি আনুগত্য প্রকাশ করে। এটি ইদলিব প্রদেশে সিরীয় বিরোধীদের একটি বিকল্প সরকার। [৪]