তিলা বিশতারা Spotted Scat | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Scatophagidae |
গণ: | Scatophagus |
প্রজাতি: | S. argus |
দ্বিপদী নাম | |
Scatophagus argus (Linnaeus, 1766) | |
প্রতিশব্দ | |
Cacodoxus argus |
তিলা বিশতারা[১] বা বিশতারা বা পায়রাতালি (বৈজ্ঞানিক নাম:Scatophagus argus) (ইংরেজি: common scat বা spotted scat) হচ্ছে Scatophagidae পরিবারের এক প্রজাতির মাছ। [২]
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[১]
এই মাছ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জতে পাওয়া যায়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে এখন বিপন্ন মাছ হিসাবে চিহ্নিত। এ মাছ সংরক্ষণের জন্য তার আবাসস্থল রক্ষা জরুরি।