এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। |
তিসরি মঞ্জিল | |
---|---|
পরিচালক | বিজয় আনন্দ |
প্রযোজক | নাসির হুসাইন |
রচয়িতা | নাসির হুসাইন |
শ্রেষ্ঠাংশে | শাম্মি কাপুর আশা পারেখ |
সুরকার | রাহুল দেব বর্মন |
চিত্রগ্রাহক | এন শ্রীনিভাস |
সম্পাদক | বিজয় আনন্দ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
তিসরি মঞ্জিল (হিন্দি: तीसरी मंज़िल; 'অর্থ' তৃতীয় গন্তব্য) একটি হিন্দি বলিউড নির্মিত রহস্য চলচ্চিত্র; যা ১৯৬৬ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রটিতে অভিনয় করেন শাম্মী কাপুর ও আশা পারেখ। চলচ্চিত্রটি গানের জন্য ইতিহাস গড়ে। "ও হাসিনা জুলফোওয়ালি", "আজা আজা", "ও মেরে সোনারে" - এই ৩টি কালজয়ী গানে কন্ঠ দেন আশা ভোঁসলে ও মোহাম্মদ রফি এবং সঙ্গীত পরিচালনা করেন রাহুল দেব বর্মন।[১]