তীরকেশরী নুনা বাইলা Oxyurichthys microlepis | |
---|---|
মূল্যায়িত নয় (আইইউসিএন ৩.১)
| |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Gobiidae |
উপপরিবার: | Gobionellinae |
গণ: | Oxyurichthys |
প্রজাতি: | O. microlepis |
দ্বিপদী নাম | |
Oxyurichthys microlepis (Bleeker, 1849) | |
প্রতিশব্দ | |
|
তীরকেশরী নুনা বাইলা (বৈজ্ঞানিক নাম: Oxyurichthys microlepis)[১] (ইংরেজি: maned goby)[২] হচ্ছে Gobiidae পরিবারের Oxyurichthys গণের একটি স্বাদুপানির মাছ।
মাছটির দেহ লম্বা ও চাপা। পুচ্ছপাখনা সূচালাে, দীর্ঘ বা ছুরির ন্যায় দেখতে। তবে দ্বিতীয় পৃষ্ঠপাখনা ও পায়ুপাখনা প্রথম পৃষ্ঠপাখনার তুলনায় নিচু, দেহের পিছনের অংশ সূচালাে। বক্ষপাখনা গােলাকার। উলম্ব পাখনা গােলাপি বর্ণের।[৩]
তীরকেশরী নুনা বাইলা জলের তলায় থাকে এবং স্বাদু ও লােনাপানি উভয় স্থানেই অভিপ্রায়ন করে। এরা সমুদ্র এবং মােহনায় বাস করে। এরা সাঁতারের সময় মধ্যম বা বক্ষপাখনা দোলাতে থাকে। সাধারণত ছােট ছােট জলজ জীব খাদ্য হিসেবে গ্রহণ করে।[৩]
এই মাছ ইন্দো-প্রশান্ত মহাসাগর, বাংলাদেশ, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত এবং আফ্রিকা অঞ্চলে পাওয়া যায়।[৩]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[৩]
এই গণটির সঙ্গে oligolepis গণের বৈশিষ্ট্য সহজে মিলে যায়। কেননা তাদেরও উপরের চোয়ানে ৩ থেকে ৪ সারি দাঁত আছে এবং গ্রিবাসন্ধিতে ত্বকীয় উচু অংশ অনুপস্থিত। এ প্রজাতির মাছ ১৩.৫ সেমি পর্যন্ত লম্বা হয়।[৩][৪]
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।