তুনকু লাকসামানা আবদুল জলিল মসজিদ

তুনকু লাকসামানা আবদুল জলিল মসজিদ
মসজিদ তুনকু লাকসামানা আবদুল জলিল
مسجد تونكو لقسامان عبدالجليل
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
শাখা/ঐতিহ্যসুন্নি (শাফিঈ)
অবস্থান
অবস্থানজোহর বাহরু, জোহর, মালয়েশিয়া
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীআধুনিক
সম্পূর্ণ হয়২০১৫

তুনকু লাকসামানা আবদুল জলিল মসজিদ (মালয়: মসজিদ তুনকু লাকসামানা আবদুল জলিল) মালয়েশিয়ার জোহর বাহরুর একটি মসজিদ। এই মসজিদটি জালান তেব্রাউয়ের রয়্যাল মালয়েশিয়া পুলিশ জোহর কন্টিনজেন্ট পুলিশ সদর দফতরে অবস্থিত।

ইতিহাস

[সম্পাদনা]

২০১২ থেকে শুরুর দিকে, আধুনিক এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং এটি ২০১৫ সালে শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে ২০১৫ সালের ২৮শে আগস্ট তারিখে জোহরের সুলতান ইব্রাহিম ইসমাইল এই মসজিদটির উদ্বোধন করেন। তার প্রয়াত চতুর্থ পুত্র এবং স্পেশাল অ্যাকশন ইউনিট (ইউটিকে) শাখার বিশেষ পুলিশ পরিদর্শক তুনকু লাকসামানা আবদুল জলিলের সম্মানে মসজিদটির নামকরণ করা হয়েছিল।[] তুনকু আবদুল জলিল চার মাস পরে ২০১৫ সালের ৫ই ডিসেম্বর তারিখে, ২৫ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. জোহর বারু (১ সেপ্টেম্বর ২০১৫)। "Mosque named after prince" (ইংরেজি ভাষায়)। মরিশাস। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০