Türkiye Uzay Ajansı | |
সংস্থার সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
সংক্ষেপ | TUA |
গঠিত | ১৩ ডিসেম্বর ২০১৮ |
প্রকার | Space agency |
সদর দপ্তর | আংকারা, তুরস্ক |
প্রশাসক | সের্দার হুসেইন ইলদিরিম[১] |
মালিক | শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় (তুরস্ক) |
বার্ষিক বাজেট | $5,411,583 (2021)[২] |
ওয়েবসাইট | tua |
তুর্কি মহাকাশ সংস্থা (তুর্কি: Türkiye Uzay Ajansı, ত্যুর্কিয়ে উজাই আজানসি TUA) তুরস্কের জাতীয় বায়বান্তরীক্ষ গবেষণা সংক্রান্ত সরকারী সংস্থা। ২০১৮ সালের ১৩ই ডিসেম্বর তারিখে তুরস্কের রাষ্ট্রপতির আদেশবলে এটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়।[৩][৪] সংস্থাটির প্রধান কার্যালয় তুরস্কের রাজধানী আংকারা নগরীতে অবস্থিত।[৫] সংস্থাটি তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত। সংস্থাটি প্রতিষ্ঠা করার সাথে সাথে ঐ মন্ত্রণালয়ের আকাশযান চালনা ও মহাকাশ প্রযুক্তি বিভাগটি রদ করে দেওয়া হয়। তুর্কি মহাকাশ সংস্থা বায়বান্তরীক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মধ্যম ও দীর্ঘ-মেয়াদী লক্ষ্য, মূলনীতি ও দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও অগ্রাধিকার, কর্মদক্ষতা পরিমাপ, অনুসরণীয় পদ্ধতিসমূহ এবং সম্পদ বণ্টন, ইত্যাদি বিষয়ে কৌশলগত পরিকল্পনা প্রস্তুত করে থাকে।[৬] এটি ত্যুবিতাক মহাকাশ প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করে থাকে। সাত সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদ এটির পরিচালনায় নিয়োজিত আছে। সংস্থাপ্রধান ব্যতীত পরিষদের বাকী সদস্যরা তিন বছর মেয়াদের জন্য নিযুক্ত হন[৬][৭]
কর্মসূচির প্রাথমিক দশটি লক্ষ্য হল:[৮]