তুলাক تولک | |
---|---|
জেলা | |
Location within Afghanistan | |
স্থানাঙ্ক: ৩৩°৫৮′২২″ উত্তর ৬৩°৪২′২৪″ পূর্ব / ৩৩.৯৭২৮° উত্তর ৬৩.৭০৬৭° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | ঘোর প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ৫০,০০০ |
তুলাক জেলা আফগানিস্তানের ঘোর প্রদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি অন্যান্য প্রদেশের মত একটি পাহাড়ি জেলা। ২০১২ সালের জনশুমারির আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৫০,০০০ জন।[১] জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে খাজাহা।
আফগানিস্তানের ঘোর প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |