ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | তুষার উদয় দেশপান্ডে |
জন্ম | কল্যান, মুম্বাই, ভারত | ১৫ মে ১৯৯৫
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি |
বোলিংয়ের ধরন | ডান-হাতি মিডিয়াম |
ভূমিকা | বোলার |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০১৬–বর্তমান | মুম্বাই |
২০২০-২০২১ | দিল্লি ক্যাপিটালস |
২০২২-বর্তমান | চেন্নাই সুপার কিংস |
উৎস: ESPN ক্রিকইনফো, ৩১ মার্চ ২০২৩ |
তুষার দেশপান্ডে (জন্ম ১৫ মে ১৯৯৫) একজন ভারতীয় ক্রিকেটার । [১] ৬ অক্টোবর ২০১৬ তারিখে ২০১৬-১৭ রণজি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় [২] তিনি ২০১৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মুম্বাইয়ের হয়ে তার লিস্ট এ অভিষেক করেছিলেন [৩] [৪] পরের মাসে, তাকে ২০১৮-১৯ রণজি ট্রফির পূর্বে নজরে রাখার মতো আটজন খেলোয়াড়ের একজন হিসেবে নামকরণ করা হয়। [৫]
আগস্ট ২০১৯-এ, তাকে ২০১৯-২০ দুলীপ ট্রফির জন্য ইন্ডিয়া ব্লু দলের স্কোয়াডে নামাঙ্কিত করা হয়েছিল। [৬] [৭] ২০২০ আইপিএল নিলামে, ২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্বে দিল্লি ক্যাপিটালস তাকে কিনে নেয়। [৮] ২০২২ সালের ফেব্রুয়ারিতে, ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতার নিলামে চেন্নাই সুপার কিংস তাকে কিনে নেয়। [৯]