তেজিন্দার পালসিং তুর

তেজিন্দার পালসিং তুর
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-11-13) ১৩ নভেম্বর ১৯৯৪ (বয়স ৩০)
খোসা পান্ডো, মোগা জেলা, পাঞ্জাব, ভারত, ভারত[]
ক্রীড়া
দেশভারত
বিভাগশটপুট
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরা২১.৪৯ মিটার
পদকের তথ্য

তেজিন্দরপাল সিং তুর (জন্ম: ১৩ই নভেম্বর ১৯৯৪) একটি ভারতীয় শট পুটার। ২০.৯২ মিটার নিক্ষেপ করে তিনি ভারতের জাতীয় রেকর্ডের অধিকারী। ২০২১ সালের ২১শে জুন, পাতিয়ালায় আয়োজিত ইন্ডিয়ান গ্রা প্রিতে ২১.৪৯ মিটার নিক্ষেপ করে তিনি নিজের পুরাতন জাতীয় রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড গড়েন এবং ২০২০ টোকিও অলিম্পিকের জন্যে যোগ্যতা অর্জন করেন।

[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

তুরের জন্ম ১৯৯৪ সালের ১৩ই নভেম্বর পাঞ্জাবের মোগা জেলার খোসা পান্ডো গ্রামে। তুর কৃষক পরিবারের ছেলে, প্রথমে ক্রিকেট খেলতে শুরু করলেও, পরে বাবার কথা শুনে ক্রিকেট থেকে শটপুটে সরে গিয়েছিলেন।

কর্মজীবন

[সম্পাদনা]

জুন ২০১৭ সালে, তূর ফেডারেশন কাপ জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০. ৪০মিটার তার ব্যক্তিগত শ্রেষ্ঠ আউটডোর থ্রো রেকর্ড করেছিলেন। পরে পাতিয়ালা এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে যোগ্যতা মান স্বল্প পড়ে গিয়েছিল যখন তিনি ২০.৫০মিটার নিক্ষেপ করেন।[] পরের মাসে, তিনি ভুবনেশ্বরে ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৯.৭৭ মিটার নিক্ষেপ দিয়ে রৌপ্যপদক জিতেছিলেন।[]

১৯.৪২ মিটার নিক্ষেপ দিয়ে ২০১৮ কমনওয়েলথ গেমসের ফাইনালে অষ্টম স্থান অর্জন করেছিলেন।[]

২৫শে আগস্ট ২০১৮ এ, টুর গেমসের রেকর্ড এবং জাতীয় রেকর্ডটি ভেঙে ২০.৭৫ মিটার নিক্ষেপ করে ২০১৮ এশিয়ান গেমসে স্বর্ণ জিতেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "TOOR Tajinderpal Toor"। Asian Games 2018 Jakarta Palembang। Archived from the original on ২০১৮-০৮-২৪। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  2. https://thebridge.in/athletics/indian-grand-prix-4-hima-das-dutee-chand-live-blog-updates-22297
  3. "Fed Cup: Neeraj wins gold with meet record"The Tribune। ৩ জুন ২০১৭। ২৩ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  4. Selvaraj, Jonathan (৮ জুলাই ২০১৭)। "Asian Athletics Championships: Anas wins gold, Dutee bags bronze on day 2"ESPN.in। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮ 
  5. "CWG 2018: Muhammed Anas puts himself in Milkha Singh's shoes in Gold Coast"The Indian Express। ১০ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮