এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(ডিসেম্বর ২০২০) |
তেলুগু দেশম পার্টি తెలుగుదేశం పార్టీ తెలుగు దేశం పార్టీ | |
---|---|
নেতা | নরা চন্দ্রবাবু নাইডু |
লোকসভায় নেতা | নমা নাগেস্বরা রাও |
রাজ্যসভায় নেতা | তুল্লা দেবেন্দার গাউড |
প্রতিষ্ঠাতা | নন্দমুরি তারকা রাম রাও |
প্রতিষ্ঠা | ২৯ মার্চ ১৯৮২ |
সদর দপ্তর | এনটিআর ভবন, রোড ন. ২, বনজরা হিলস, হায়দ্রাবাদ - ৫০০০৩৪[১] |
ভাবাদর্শ | পপুলিস্ট আঞ্চলিকতাবাদী সামাজিক উদারনীতিবাদ |
আনুষ্ঠানিক রঙ | Yellow |
স্বীকৃতি | রাজ্য দল[২] |
জোট | জাতীয় ফ্রন্ট (১৯৮৯-১৯৯৬) ইউনাইটেড ফ্রন্ট (১৯৯৬-১৯৯৮) তৃতীয় ফ্রন্ট (২০০৯) জাতীয় গণতান্ত্রিক জোট (১৯৯৯-২০০৫) (২০১৪ - বর্তমান) |
লোকসভায় আসন | ৬ / ৫৪৫
|
রাজ্যসভায় আসন | ৪ / ২৪৫
|
-এ আসন | ৮১ / ২৯৪
|
ওয়েবসাইট | |
www | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
তেলুগু দেশম পার্টি ভারতের একটি রাজনৈতিক দল। এই দলটি ১৯৮২ সালে নন্দমুরি তারকা রামা রাও কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল।
দলটির নেতা হলেন এন. চন্দ্রবাবু নাইডু ।
দলটির তরুণ সংগঠন হল তেলুগু যুবাথা ।
২০০৪ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১১ ৮৪৪ ৮১১ ভোট পেয়েছিল (৩.০%, ৫টি আসন) ।