ধরন | Public (BMAD: TEF, ইউরোনেক্সট: TEF, NYSE: TEF, টেমপ্লেট:LSE, FWB: TEF, TYO: 9481) |
---|---|
আইএসআইএন | ES0178430E18 |
শিল্প | টেলিযোগাযোগ |
প্রতিষ্ঠাকাল | 1924 |
সদরদপ্তর | Madrid, Spain |
প্রধান ব্যক্তি | César Alierta, CEO |
পণ্যসমূহ | Communication services |
আয় | €56.441 billion (2007)[১] |
€13.338 billion (2007)[১] | |
€8.906 billion (2007)[১] | |
মোট সম্পদ | ৯০,৭০,৭০,০০,০০০ মার্কিন ডলার (২০১৮) |
কর্মীসংখ্যা | 244,052[১] |
অধীনস্থ প্রতিষ্ঠান | Telefónica de España Telefónica Móviles Telefónica O2 Europe Terra Networks, S.A. Vivo S.A. |
ওয়েবসাইট | www.telefonica.com |
তেলেফনিকা (Telefónica, S.A.) একটি স্পেনীয় টেলিযোগাযোগ কোম্পানি। এটি বিশ্বের বৃহত্তম স্থায়ী-সংযোগ এবং মোবাইল টেলিযোগাযোগ কোম্পানিগুলির একটি। গ্রাহকসংখ্যার ভিত্তিতে এটি বিশ্বের ৩য় বৃহত্তম সংস্থা। কেবল চায়না মোবাইল এবং ভোডাফোন এক্ষেত্রে তেলেফনিকার চেয়ে এগিয়ে আছে। বাজার মূল্যের দিক থেকে এটি চায়না মোবাইল, এটিঅ্যান্ডটি ও ভোডাফোনের পরেই ৪র্থ স্থানে অবস্থিত।[তথ্যসূত্র প্রয়োজন]
তেলেফনিকা ১৯২৪ সালে সরকারী কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন এটি ছিল স্পেনের একমাত্র টেলিযোগাযোগ কোম্পানি।[তথ্যসূত্র প্রয়োজন] ১৯৯৭ সালে স্পেনীয় সরকার এটিকে বেসরকারী খাতে ছেড়ে দেয়। বর্তমানে এটি স্পেনের টেলিযোগাযোগ বাজারের তিন-চতুর্থাংশ নিয়ন্ত্রণ করে।