দেশ/অঞ্চল | ![]() |
---|---|
কোড | TTO |
প্রতিষ্ঠিত | ১৯৪৬ |
স্বীকৃত | ১৯৪৭ |
মহাদেশীয় সংস্থা | পিএএসও |
সদর দপ্তর | পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো |
সভাপতি | ডিয়ান হেন্ডারসন |
মহাসচিব | আনেট সুসান নট |
ওয়েবসাইট | www |
ত্রিনিদাদ ও টোবাগো অলিম্পিক কমিটি (ইংরেজি: Trinidad and Tobago Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড টিটিও দ্বারা পরিচিত) হলো ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ১ বছর পর ১৯৪৭ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর ত্রিনিদাদ ও টোবাগোর পোর্ট অব স্পেনে অবস্থিত।
বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগো অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ডিয়ান হেন্ডারসন, যিনি ২০২২ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন আনেট সুসান নট।[২]
১৯৪৬ সালে ত্রিনিদাদ ও টোবাগোর বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে ত্রিনিদাদ ও টোবাগো অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। লেনক্স ও'রাইলি এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৪৬ হতে ১৯৪৮ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় দুই বছর পর ত্রিনিদাদ ও টোবাগো ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৯৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]