দয়ানন্দ শেট্টি | |
---|---|
![]() ২০১৮ সালে দয়ানন্দ শেট্টি | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | দয়া |
পেশা | |
কর্মজীবন | ১৯৯৬–বর্তমান |
পরিচিতির কারণ | সি.আই.ডি.-তে সিনিয়র ইন্সপেক্টর দয়া চরিত্রে অভিনয় |
উল্লেখযোগ্য কর্ম | সি.আই.ডি. |
উচ্চতা | ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৮ মিটার) |
দাম্পত্য সঙ্গী | স্মিথা শেঠি |
সন্তান | ১[১] |
দয়ানন্দ চন্দ্রশেখর শেট্টি (জন্ম: ১১ ডিসেম্বর ১৯৬৯), যিনি দয়া শেট্টি নামে অধিক পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন অভিনেতা এবং মডেল। তিনি সনি টিভি'র গোয়েন্দা ধারাবাহিক সি.আই.ডি.-তে 'সিনিয়র ইন্সপেক্টর দয়া' চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[২][৩]
দয়ানন্দ শেট্টি ১৯৬৯ সালের ১১ ডিসেম্বর ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার (বর্তমানে উড়ুপি জেলা) শিরভা গ্রামে একটি তুলুভাষী বান্ট পরিবারে জন্মগ্রহণ করেন।[৪] তার বাবার নাম চন্দ্র প্রকাশ শেঠি এবং মায়ের নাম উমা শেঠি। তার নয়না ও সন্ধ্যা নামে দুই বোন রয়েছেন। তিনি মুম্বইয়ের বান্দ্রার রিজভি কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক করেছিলেন। তিনি স্মিতা শেঠিকে বিয়ে করেছেন, তাদের বিভা শেঠি নামে একজন কন্যা সন্তান রয়েছে।[৫]
দয়ানন্দ শেট্টি মূলত একজন ক্রীড়াবিদ ছিলেন। তিনি একজন শট পুট এবং ডিসকাস নিক্ষেপকারী ছিলেন। তিনি ১৯৯৬ সালে মহারাষ্ট্র থেকে ডিসকাস নিক্ষেপে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পায়ে আঘাতের কারণে তিনি ক্রীড়া ছেড়ে অভিনয়ে যোগ দেন। তিনি অনেক বিজ্ঞাপনে অভিনয় করেছেন এবং থিয়েটার শিল্পী হিসেবে পুরস্কারও জিতেছেন। তুলু ভাষার নাটক সিক্রেট-এ তার ভূমিকার জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।[৬] এরপর তিনি ১৯৯৮ সালে সি.আই.ডি. ধারাবাহিকে অফিসারের ভূমিকার জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। তিনি সি.আই.ডি.-তে 'সিনিয়র ইন্সপেক্টর দয়া' ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিত।[৭] তিনি ছাড়াও এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিবাজী সাটম এবং আদিত্য শ্রীবাস্তব।[২] তিনি সি.আই.ডি.র কয়েকটি পর্বের কাহিনীও লিখেছেন।
২০১৪ সালে তিনি শিবাজী সাটম, নরেন্দ্র গুপ্তা এবং আদিত্য শ্রীবাস্তবের সাথে কৌন বনেগা ক্রোড়পতি-তে উপস্থিত হয়েছিলেন।[৮][৯]
বছর | চলচ্চিত্র | ভূমিকা | ভাষা |
---|---|---|---|
১৯৯৬ | দিলজলে | গুনমান | হিন্দি |
২০০৭ | জনি গাদ্দার | শিব | |
২০০৯ | রানওয়ে | পুলিশ ইন্সপেক্টর | |
২০১৪ | সিংঘম রিটার্নস | সিনিয়র ইন্সপেক্টর দয়া | |
২০২২ | গোবিন্দা নাম মেরা | ইন্সপেক্টর জাবেদ | |
২০২৩ | ইয়ান সুপারস্টার[১০] | বালা কৃষ্ণা | তুলু |
দ্য টেন্যান্ট | গোয়েন্দা দয়া | হিন্দি ইংরেজি | |
২০২৪ | সিংঘম অ্যাগেইন | সিনিয়র ইন্সপেক্টর দয়া |
বছর | অনুষ্ঠান | ভূমিকা | টীকা |
---|---|---|---|
১৯৯৮–২০১৮; ২০২৪–বর্তমান | সি.আই.ডি. | সিনিয়র ইন্সপেক্টর দয়া | প্রধান ভূমিকা |
২০০৫ | সিআইডি: স্পেশাল ব্যুরো | পর্বভিত্তিক উপস্থিতি | |
জস্সী জ্যায়সী কোই নহীঁ | বিশেষ উপস্থিতি | ||
কুসুম | |||
২০১০ | ঝলক দিখলা জা | প্রতিযোগী | |
২০১০–২০১২ | গুটুর গু | হারপ্রিত সিং | মৌসুম ১ |
২০১১ | সূর্য দ্য সুপার কপ | সিনিয়র ইন্সপেক্টর দয়া | পর্বভিত্তিক উপস্থিতি |
২০১২ | সি.আই.ডি. বনাম আদালত | ||
গুটুর গু | দয়া | মৌসুম ২ | |
২০১৩ | বালি'র প্রতিবেশী | মৌসুম ৩ | |
২০১৪ | তারক মেহতা কা উল্টা চশমা | সিনিয়র ইন্সপেক্টর দয়া | অতিথি |
সি.আই.ডি. বনাম আদালত – কর্মযুদ্ধ | পর্বভিত্তিক উপস্থিতি | ||
ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৫ | প্রতিযোগী | ||
২০১৬ | গুপ চুপ | রকি | বিশেষ উপস্থিতি |
২০১৯ | সি.আই.এফ. | ইন্সপেক্টর হনুমান পাণ্ডে | প্রধান ভূমিকা |
২০২১ | সাবধান ইন্ডিয়া | উপস্থাপক | ৫ পর্ব |
২০২৪ | সফরখানা উইথ আদিত্য অ্যান্ড দয়া | উপস্থাপক |
বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৩ | নিকলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ড ইন্ডিয়া | প্রিয় অভিনেতা | সি.আই.ডি. | মনোনীত | |
২০১৬ | মনোনীত | ||||
২০১১ | গোল্ড অ্যাওয়ার্ডস | সেরা সহায়ক অভিনেতা | বিজয়ী | [১১] | |
২০১৮ | হল অফ ফেম | বিজয়ী |