দস্তক (১৯৯৬-এর চলচ্চিত্র)

দস্তক
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমহেশ ভাট
প্রযোজকমুকেশ ভাট
রচয়িতাবিক্রম ভাট
শ্রেষ্ঠাংশে
সুরকাররাজেশ রোশন
সম্পাদকমহেশ ভাট
প্রযোজনা
কোম্পানি
বিশেষ ফিল্মস
মুক্তি
  • ২৯ নভেম্বর ১৯৯৬ (1996-11-29)
স্থিতিকাল১৩৫ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৭ কোটি

দস্তক মহেশ ভাট পরিচালিত ১৯৯৬ সালের ভারতীয় হিন্দি ভাষার মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র। বিক্রম ভাট রচিত চলচ্চিত্রটি প্রযোজনা করেন মুকেশ ভাট। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন সুস্মিতা সেন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র। পার্শ্ব চরিত্রে অভিনয় করেন মুকুল দেব এবং খল চরিত্রে অভিনয় করেন শরদ কাপুর। চলচ্চিত্রটিতে দেখা যায় মানসিক বিকারগ্রস্থ এক ব্যক্তি মিস ইউনিভার্সকে পাওয়ার জন্য একের পর এক খুন করে যাচ্ছে।[]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]

সঙ্গীত

[সম্পাদনা]

দস্তক চলচ্চিত্রের সুর করেছেন রাজেশ রোশন এবং গীত লিখেছেন জাভেদ আখতার। এই অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দেন কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎঅলকা ইয়াগনিক। গানগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

সকল গানের গীতিকার জাভেদ আখতার; সকল গানের সুরকার রাজেশ রোশন

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."তুমহে ক্যায়সে ম্যাঁয় বাতাওঁ"অভিজিৎ 
২."তুমহে ক্যায়সে ম্যাঁয় বাতাওঁ (২য় সংস্করণ)"অভিজিৎ 
৩."জাদু ভরি"উদিত নারায়ণ 
৪."মিলনে সে পহলে"উদিত নায়ারণ, প্রীতি উত্তম 
৫."পিয়া পিয়া"হেমা সরদেসাই 
৬."পল বিত গয়া"কুমার শানু, অলকা ইয়াগনিক 
৭."শিষে সে"কুমার শানু 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dastak বলিউড হাঙ্গামা।

বহিঃসংযোগ

[সম্পাদনা]