ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৪ মার্চ ১৯৯৩ | ||
জন্ম স্থান | শিযুওকা, জাপান | ||
উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
জার্সি নম্বর | ১৯ | ||
যুব পর্যায় | |||
ফুজিয়েদা মেসে | |||
২০১৪–২০১৬ | ফুজিয়েদা মেসে হাই স্কুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৯ | হোন্দা | ৬২ | (১৮) |
২০২০– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ৩৪ | (৬) |
২০২০ | → আবিস্পা ফুকুওকা (ধার) | ৪১ | (১১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৫৮, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
দাইয়া তোনো (জাপানি: 遠野 大弥, ইংরেজি: Daiya Tono; জন্ম: ১৪ মার্চ ১৯৯৩) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালে এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
দাইয়া তোনো ১৯৯৩ সালের ১৪ই মার্চ তারিখে জাপানের শিযুওকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।