দিউ দিউ শহর | |
---|---|
শহর | |
![]() উপর থেকে নিচে ১. জাম্পা প্রবেশদ্বার ২. সাও পাওলোর গির্জা (বামে) এবঙ সাও থমাসের গির্জা (ডানে) ৩. দিউর দুর্গ ৪. ফোর্টিম ডো মার | |
ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৪২′৫৭″ উত্তর ৭০°৫৯′০৯″ পূর্ব / ২০.৭১৫৮৩° উত্তর ৭০.৯৮৫৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
কেন্দ্রশাসিত অঞ্চল | ![]() |
জেলাল | দিউ |
প্রতিষ্ঠিত | ১৫০০শ শতক |
সরকার | |
• ধরন | পৌর পরিষদ |
• শাসক | দিউ পৌরসভা |
• প্রেসিডেন্ট | শ্রীমতি হেমলতাবাঈ রাম |
আয়তন | |
• মোট | ৪০ বর্গকিমি (২০ বর্গমাইল) |
উচ্চতা | ০ মিটার (০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫২,০৭৬ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
ভাষা[১] | |
• Official | হিন্দি, ইংরেজি |
• অন্যান্য | গুজরাতি, পর্তুগিজ[২][৩][৪] |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন কোড | ৩৬২৫২০ |
টেলিফোন কোড | (আন্তর্জাতিক) +৯১-২৮৭৫-, (জাতীয়) ০২৮৭৫-- |
যানবাহন নিবন্ধন | ডিডি-০২ |
লিঙ্গ অনুপাত | ০.৮৫ ♂/♀ |
ওয়েবসাইট | http://diu.gov.in/ |
দিউ (/ˈdiːuː/) বা দিউ শহর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউর দিউ জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় দুর্গরক্ষিত শহর। দিউ জেলা ভারতের দশম সর্বনিম্ন জনবহুল জেলা। দিউ শহরটি দিউ দ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত এবং এটি তার দুর্গ এবং পুরানো পর্তুগিজ ক্যাথিড্রালের জন্য পরিচিত। এটি একটি মাছ ধরার শহর।
নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ স্মার্ট সিটিস মিশনের অধীনে তহবিল পাওয়ার জন্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া একশোটি ভারতীয় শহরের মধ্যে এই শহরটি অন্যতম। দিউ ভারতের ২০টি শহরের বিরুদ্ধে শেষ ১০ টি স্থানের মধ্যে একটিতে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০১৮ সালের এপ্রিলে এটি প্রতিবেদন করা হয়েছিল যে, দিউ স্মার্ট সিটি ইতোমধ্যে দিনের বেলা ১০০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চালিত ভারতের প্রথম শহর হয়ে উঠেছে।[৫]
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২০°৪২′ উত্তর ৭০°৫৯′ পূর্ব / ২০.৭° উত্তর ৭০.৯৮° পূর্ব ।[৬] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ০ মিটার (০ ফুট)।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে দিউ শহরের জনসংখ্যা হল ২১,৫৭৬ জন।[৭] এর মধ্যে পুরুষ ৪৬%, এবং নারী ৫৪%।
এখানে সাক্ষরতার হার ৭৫%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮১%, এবং নারীদের মধ্যে এই হার ৬৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে দিউ এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।