দিতিয়া সাগর ভান্দে হচ্ছেন একজন ভারতীয় শিশু নৃত্যশিল্পী।[১] ২০১৮ সালে তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত শিশুতোষ নৃত্য আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সুপার ডান্সারের প্রথম আসরের বিজয়ী হন। তিনি সংগীতভিত্তিক তামিল চলচ্চিত্র লক্ষ্মীতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। এই চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন এ এল বিজয় এবং প্রভু দেবা, ঐশ্বর্যা রাজেশ প্রমুখ শিল্পী এতে অভিনয় করেছেন।
টীকা
|
এখনও মুক্তি না পাওয়া চলচ্চিত্রগুলোকে নির্দেশ করে
|
সাল |
পুরস্কার |
বিভাগ |
চলচ্চিত্র |
ভাষা |
ফলাফল
|
২০১৮
|
আনন্দ বিকেতন চলচ্চিত্র পুরস্কার
|
সেরা শিশু শিল্পী
|
লক্ষ্মী
|
তামিল
|
বিজয়ী
|
জেএফডব্লিউ চলচ্চিত্র পুরস্কার
|
বিজয়ী
|