ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ভারতীয় | ||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | জয়পুর, রাজস্থান, ভারত | ১৯ অক্টোবর ২০০২||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||||||||||||||||||||
ক্রীড়া | শ্যুটিং | ||||||||||||||||||||||||||||||||||||||
বিভাগ | আও মিটার এয়ার রাইফেল | ||||||||||||||||||||||||||||||||||||||
প্রশিক্ষক | দীপক কুমার দুবে[১] | ||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
| |||||||||||||||||||||||||||||||||||||||
26 September 2019 তারিখে হালনাগাদকৃত |
দিব্যাংশ সিং পানওয়ার (জন্ম: ১৯শে অক্টোবর, ২০০২) একজন ভারতীয় ক্রীড়া শ্যুটার। তিনি বেইজিং-এ অনুষ্ঠিত ২০১৯ আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রৌপ্য পদক জিতেছেন।এই জয়ের মাধ্যমে তিনি ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণের জন্যে ভারতের হয়ে একটি কোটা জয় করেছেন।
পানওয়ারের জন্ম ১৯ অক্টোবর ২০০২-এ জয়পুরের সাওয়াই মান সিংহ হাসপাতালের চিকিৎসক অশোক পানওয়ার এবং নার্স নির্মলা দেবীর ঘরে।.[২] পানওয়ার ১২ বছর বয়সে ২০১৪ সালে জয়পুরের জাঙ্গপুরা শুটিং রেঞ্জে তাঁর বড় বোন অঞ্জলির সরঞ্জাম ব্যবহার করে শুটিং শুরু করেছিলেন।.[৩] ২০১৭ সালে, তার বাবা তাঁর "পাবজি খেলার আসক্তি" দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন এবং তাকে নয়াদিল্লির ডাঃ কার্ণি সিং শ্যুটিং রেঞ্জে ভর্তি করান যেখানে তিনি দীপক কুমার দুবের অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন।[৪][৫][৬]
২০১৯-এর হিসাবে, পানওয়ার জয়পুরের মহেশ্বরী পাবলিক স্কুলে জীববিজ্ঞানের ছাত্র এবং পড়াশোনায় নিজেকে "সাধারণমানের" হিসাবে গণ্য করেছেন।[৭]
দিব্যাংশ জার্মানির সুহলে ২০১৮ সালের আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে দুটি স্বর্ণপদক জিতেছেন। দিব্যাংশ, হৃদয় হাজারিকা এবং শাহু তুষার মাণে এই ত্রয়ী জুনিয়র পুরুষদের দলের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ১৮৭৫.৩ স্কোর নিয়ে স্বর্ণ জিতেছেন যা একটি বিশ্ব জুনিয়র রেকর্ড।.[৮] জুনিয়র মিশ্র দলের ইভেন্টে পানওয়ার এবং ইলাভেনিল ভালারিওয়ান বিশ্ব জুনিয়র রেকর্ডটি ভেঙে ৪৯৮.৬ স্কোর করে স্বর্ণ জিতেছিলেন।
চ্যাংওয়নে ২০১৮ সালে আইএসএসএফ ওয়ার্ল্ড শ্যুটিং চ্যাম্পিয়নশিপে, দিব্যাংশ এবং শ্রেয়া আগরওয়াল জুটি জুনিয়র মিশ্র দলের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন।[৯]
দিল্লিতে অনুষ্ঠিত ২০১৯ আইএসএসএফ বিশ্বকাপের পুরষদের একক ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দ্বাদশ স্থান অর্জনের পরে, দিব্যাংশ বেইজিংয়ে একই ইভেন্টে রৌপ্য জয় করেছিলেন। এই পারফরম্যান্সের মাধ্যমে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে শ্যুটিং ইভেন্টে ভারতের চতুর্থ কোটা স্থান অর্জন করেছিলেন.[৩] এছাড়াও ২০১৯ সালের বিশ্বকাপগুলিতে, মিশ্র দল ইভেন্টে আঞ্জুম মৌদগিল সাথে জুটি বেঁধে তিনি বেইজিংয়ে স্বর্ণ ,[১০] মিউনিখে স্বর্ণ[১১] এবং রিও ডি জেনেইরোতে ব্রোঞ্জ জিতেছেন।[১২]
২০১৯ সালের মে মাসে, তাকে 'লক্ষ্যমাত্রা অলিম্পিক পোডিয়াম স্কিমের' (টিওপিএস) মূল গ্রুপে উন্নীত করা হয়েছিল।.[১৩]