দেলদুয়ার | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে দেলদুয়ার উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৮′১৬″ উত্তর ৮৯°৫৭′৫৭″ পূর্ব / ২৪.১৩৭৭৮° উত্তর ৮৯.৯৬৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
আয়তন | |
• মোট | ১৮৪.৫৪ বর্গকিমি (৭১.২৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৮৮,৪৪৯ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪১.৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৯৩ ২৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
দেলদুয়ার বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা। [২]
এই উপজেলার স্থানাঙ্ক ২৪°০৮′৩০″ উত্তর ৮৯°৫৮′০০″ পূর্ব / ২৪.১৪১৭° উত্তর ৮৯.৯৬৬৭° পূর্ব। উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলা, দক্ষিণে নাগরপুর উপজেলা, পূর্বে মির্জাপুর উপজেলা, পশ্চিমে নাগরপুর উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলা।
টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) দেলদুয়ার উপজেলায় ইউনিয়ান ৮টি। ১। আটিয়া, ২। ডুবাইল, ৩। ফাজিলহাটি, ৪। পাথরাইল, ৫। লাউহাটি, ৬। দেলদুয়ার, ৭। দেউলী এবং ৮। এলাসিন।[২]
দেলদুয়ার উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা:-
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |