![]() | |
ধরন | সাপ্তাহিক, দৈনিক ও মাসিক |
---|---|
মালিক | অশোক সেন |
প্রকাশক | বসুমতী কর্পোরেশন লিমিটেড পশ্চিমবঙ্গ সরকার - ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে। |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | কলকাতা |
দৈনিক বসুমতী কলকাতা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা ছিল। বসুমতী কর্পোরেশন লিমিটেড কর্তৃক ১৯১৪ সালের ৬ আগস্ট এর প্রকাশনা শুরু হয়ে ২০০৩ সালে বন্ধ করে দেওয়া হয়।[১] এই পত্রিকার উদ্যোক্তা ছিলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
১৮৯৬ সালের ২৫শে আগস্ট উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় 'সাপ্তাহিক বসুমতী' বের করেন। পরে তার পুত্র সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় দৈনিক সংস্করণটি প্রকাশিত হয়। অসাধারণ জনপ্রিয় হয়ে ওঠে পত্রিকাটি। প্রচার সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে যায়।[১] কিন্তু সত্তরের দশক থেকেই 'দৈনিক বসুমতী' আস্তে আস্তে জৌলুষ হারাতে থাকে। পত্রিকাটির স্বত্ত্বাধিকারী ছিলেন কংগ্রেস নেতা অশোক সেন, সেই সুবাদে ১৯৭৪ সালে রাজ্য সরকার পত্রিকাটি অধিগ্রহণ করেন কিন্তু এটিকে উজ্জীবিত করা যায়নি। [২] ১৯৯২ সপ্তমীর দিন থেকে পত্রিকাটি একেবারে বন্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে ২০১২ ফেব্রুয়ারি থেকে 'বসুমতী'র মাসিক সংস্করণটি চালু হলেও দৈনিক পত্রিকা আর ফিরে আসে নি। [১][২]