দ্যনি ভিলনোভ | |
---|---|
Denis Villeneuve | |
উচ্চারণ | [dəni vilnœv] |
জন্ম | |
মাতৃশিক্ষায়তন | কেবেক বিশ্ববিদ্যালয়, মঁরেয়াল |
পেশা |
|
কর্মজীবন | ১৯৯০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | তানিয়া লাপোয়াঁৎ |
সন্তান | ৩, সালোমে ভিলনোভসহ |
আত্মীয় | মার্ত্যাঁ ভিলনোভ (ভাই) |
স্বাক্ষর | |
দ্যনি ভিলনোভ[ক] OC CQ RCA (ফরাসি: Denis Villeneuve, উচ্চারণ: [dəni vilnœv]; জন্ম: ৩রা অক্টোবর ১৯৬৭) একজন ফরাসি কানাডীয় চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি সাতটি কানাডীয় স্ক্রিন পুরস্কার লাভের পাশাপাশি তিনটি একাডেমি পুরস্কার, পাঁচটি বাফটা পুরস্কার এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। ভিলনোভের চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী $১.৮ বিলিয়ন আয় করেছে।[১][২]
ভিলনোভ তাঁর কর্মজীবন শুরু করেছিলেন কানাডীয় নাট্যধর্মী চলচ্চিত্র অ্যাঁ ত্রঁৎ-দো উৎ স্যুর তের (১৯৯৮), মায়েলস্ত্রম (২০০০) ও পলিতেকনিক (২০০৯) পরিচালনার মাধ্যমে। অ্যাঁসঁদি (২০১০) ছবির মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন যা শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করে। তিনি প্রশংসিত ইংরেজিভাষী রোমাঞ্চকর সিনেমা প্রিজনার্স (২০১৩), এনিমি (২০১৩) ও সিকারিওর (২০১৫) পাশাপাশি কল্পবৈজ্ঞানিক ছবি অ্যারাইভাল (২০১৬) ও ব্লেড রানার ২০৪৯ (২০১৭) পরিচালনার জন্য প্রশংসিত হয়েছেন। অ্যারাইভালের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন।[৩][৪]
এরপর তিনি ফ্র্যাঙ্ক হার্বার্টের ডিউন উপন্যাস অবলম্বনে ডিউন: প্রথম খণ্ড (২০২১) ও ডিউন: দ্বিতীয় খণ্ড (২০২৪) ছবিদ্বয় নির্মাণ করেছেন। দুটি চলচ্চিত্রই সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে সফল হয়েছে। ডিউন: প্রথম খণ্ডের দরুন ভিলনোভ শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছেন।
ভিলনোভ ১৯৬৭ সালের ৩রা অক্টোবর কেবেকের বেকাঁকুরে জন্মগ্রহণ করেন। তার পিতা জঁ ভিলনোভ ও মাতা নিকোল দ্যমের। তিনি সেমিনায়ার সাঁ-জোসেফ দ্য ত্রোয়া-রিভিয়ের এবং পরে সেগেপ দ্য ত্রোয়া-রিভিয়েরে পড়াশোনা করেন। তিনি উনিভার্সিতে দ্যু কেবেক আ মন্ট্রিয়লে চলচ্চিত্র বিষয়ে অধ্যয়ন করেন।
বছর | চলচ্চিত্রের শিরোনাম | পরিচালক | চিত্রনাট্যকার | প্রযোজক |
---|---|---|---|---|
১৯৯৮ | অ্যাঁ ত্রঁৎ-দো উৎ স্যুর তের | হ্যাঁ | হ্যাঁ | না |
২০০০ | মায়েলস্ত্রম | হ্যাঁ | হ্যাঁ | না |
২০০৯ | পলিতেকনিক | হ্যাঁ | হ্যাঁ | না |
২০১০ | অ্যাঁসঁদি | হ্যাঁ | হ্যাঁ | না |
২০১৩ | প্রিজনার্স | হ্যাঁ | না | না |
এনিমি | হ্যাঁ | না | না | |
২০১৫ | সিকারিও | হ্যাঁ | না | না |
২০১৬ | অ্যারাইভাল | হ্যাঁ | না | না |
২০১৭ | ব্লেড রানার ২০৪৯ | হ্যাঁ | না | না |
২০২১ | ডিউন: প্রথম খণ্ড | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
২০২৪ | ডিউন: দ্বিতীয় খণ্ড | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |