দ্য কুইন্সল্যান্ডার

দ্য কুইন্সল্যান্ডার
১৯৩৪ সালের ১৬ আগস্টের সংখ্যা
ধরনসাপ্তাহিক, সাহিত্য সাময়িকী
মালিকব্রিসবেন নিউজপেপার কোম্পানি
প্রতিষ্ঠাতাটমাস ব্ল্যাকেট স্টিফেন্স
পরিচালনার সম্পাদকগ্রেসলে লুকিন
প্রতিষ্ঠাকাল৩ ফেব্রুয়ারি ১৮৬৬ (1866-02-03)
প্রকাশনা স্থগিত২২ ফেব্রুয়ারি ১৯৩৯ (1939-02-22)
সহোদর সংবাদপত্রব্রিসবেন কুরিয়ার
আইএসএসএন১৮৩৬-৮১৯০

 

দ্য কুইন্সল্যান্ডার ব্রিসবেন কুরিয়ারের সাপ্তাহিক সারসংক্ষেপ এবং সাহিত্য সংস্করণ। সাময়িকীটি ১৮৫০-এর দশক হতে ঔপনিবেশিক কুইন্সল্যান্ড এবং পরবর্তীতে ফেডারেল রাজ্যের প্রধান সাময়িকী। ১৮৬৬ সালে ব্রিসবেন নিউজপেপার কোম্পানি পত্রিকাটি চালু করেছিল এবং ১৯৩৯ সালে বন্ধ করে দেয়।

ইতিহাস

[সম্পাদনা]

দ্য কুইন্সল্যান্ডার ব্রিসবেন হতে টমাস ব্ল্যাকেট স্টিফেন্সের সম্পাদনায় ১৮৬৬ সালের ৩ ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয়। শেষ সংস্করণ মুদ্রিত হয়েছিল ১৯৩৯ সালের ২২ ফেব্রুয়ারি।[] অস্ট্রেলিয়ার মত বৃহদায়তনের দেশে কিছু বিশিষ্ট দৈনিক পত্রিকা যদি একটি সাপ্তাহিক সংস্করণ প্রকাশ করে তবে এটি নিজ শহর হতে বাইরের শহর ও জেলাগুলিতে পৌছাতে পারে। গ্রেসলে লুকিন ১৮৭৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বর ১৮৮০ পর্যন্ত পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। এসময় এটি একটি সাহিত্য পত্রিকা হিসাবে অতিরিক্ত পাঠক পেয়েছিল।[][]

ডিজিটাল মাধ্যমে

[সম্পাদনা]

অস্ট্রেলিয়ার ন্যাশনাল লাইব্রেরির অস্ট্রেলিয়ান নিউজপেপারস ডিজিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে কুইন্সল্যান্ডের রাজ্য লাইব্রেরির সহায়তায় দ্য কুইন্সল্যান্ডার ডিজিটাল মাধ্যমে রূপান্তর করা হয়েছে, পত্রিকাটি ট্রোভ -নামক লাইব্রেরি চাহিদা সেবায় উপলব্ধ আছে।[][]

চিত্রশালা

[সম্পাদনা]


 তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Queenslander"। National Library of Australia। ২০২২-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৯ 
  2. "Newspaper and magazine titles"। Trove। ২০১৬-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৯ 
  3. "Newspaper Digitisation Program"। Trove। ২০১৫-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১০-০৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]