ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
মালিক | ব্ল্যাক প্রেস |
সদর দপ্তর | ৩১৩৭ কুহিও মহাসড়ক লিহুয়ে, হাওয়াই ৯৬৭৬৬, যুক্তরাষ্ট্র |
প্রচলন | দৈনিক ১১,২৬৮ ২০১২ সালের রবিবারগুলোতে ৮,৮৮৮[১] |
আইএসএসএন | ০৭৪৪-৪০২৮ |
ওয়েবসাইট | www |
দ্য গার্ডেন আইল্যান্ড হল হাওয়াই দ্বীপপুঞ্জের লিহুয়ে ভিত্তিক একটি দৈনিক সংবাদপত্র। এই সংবাদপত্রটি কাউয়াই এবং নিহাউ দ্বীপ দুটির সংবাদ প্রকাশ করে। দ্য গার্ডেন আইল্যান্ড ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি পূর্বে স্ক্রিপস লীগ নিউজপেপার্সের মালিকানাধীন ছিল, যে কোম্পানিটিকে ১৯৯৬ সালে পুলিৎজার অধিগ্রহণ করে; পরে ২০০৫ সালে পুলিৎজারকে লি এন্টারপ্রাইজেস অধিগ্রহণ করে।[২][৩][৪] ২০১৩ সালের জানুয়ারি মাসে হনুলুলু স্টার-এ্যাডভারটাইজারের প্রকাশক ওয়াহু পাবলিকেশনস ইনক. লি এন্টারপ্রাইজেসের কাছ থেকে দ্য গার্ডেন আইল্যান্ডকে কিনে নেয়।[৫]