দ্য ডার্ক নাইট রাইজেস | |
---|---|
পরিচালক | ক্রিস্টোফার নোলান |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
উৎস | ডিসি কমিকস প্রকাশিত কমিক বই এর চরিত্র হতে |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | হ্যান্স জিমার |
চিত্রগ্রাহক | ওয়ালি ফিস্টার |
সম্পাদক | লি স্মিথ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়ার্নার ব্রস. পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬৫ মিনিট[১] |
দেশ | |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২৫০ মিলিয়ন[৩] |
আয় | $১.০৮৫ বিলিয়ন[৩] |
দ্য ডার্ক নাইট রাইজেস ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ-মার্কিন সুপারহিরো চলচ্চিত্র। ক্রিস্টোফার নোলান পরিচালিত চলচ্চিত্রটি ডিসি কমিকস এর সুপারহিরো ব্যাটম্যানকে নিয়ে নির্মিত। এতে ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ক্রিশ্চিয়ান বেল। অন্যান্য অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন মাইকেল কেইন, অ্যানি হ্যাথাওয়ে, গ্যারি ওল্ডম্যান, টম হার্ডি, মারিয়োঁ কোতিয়ার, জোসেফ গর্ডন-লেভিট, ও মরগান ফ্রিম্যান। ছবিটি ১৯৯৩ সালের ব্যাটম্যান: নাইটফল ও ১৯৯৯ সালের ব্যাটম্যান: নো ম্যান্স ল্যান্ড কমিক বই থেকে অনুপ্রাণিত।
চলচ্চিত্রটি ২০১২ সালের ২০ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং অনেক সমালোচক এই ছবিটিকে ২০১২ সালের সেরা চলচ্চিত্রের আখ্যা প্রদান করেন।[৪] বিশ্বব্যাপী চলচ্চিত্রটি $১ বিলিয়নের বেশি আয় করে ২০১২ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় তৃতীয় স্থান লাভ করে।[৩]
চলচ্চিত্রটি উত্তর আমেরিকায় $৪৪৮ মিলিয়ন ও অন্যান্য দেশে $৬৩৬ মিলিয়ন আয় করে। বিশ্বব্যাপী $১ বিলিয়ন আয় করা ছবিটি ২০১২ সালের তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।[৫]
চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা লাভ করে।[৬] পর্যালোচনা ভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোস ছবিটি ৩৩৪টি পর্যালোচনা এবং গড় রেটিং ৮/১০ এর ভিত্তিতে ৮৭% রেটিং স্কোর লাভ করে। ওয়েবসাইটটির সমালোচনায় বলা হয়, "দ্য ডার্ক নাইট রাইজেস" উচ্চাকাঙ্ক্ষী, চিন্তাশীল ও শক্তিশালী অ্যাকশন চলচ্চিত্র"।[৭] মেটাক্রিটিক-এ ৪৫টি পর্যালোচনার ভিত্তিতে ছবিটির গড় স্কোর ১০০ এ ৭৮, যা মূলত ইতিবাচক সমালোচনা নির্দেশ করে।[৮]
বছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | অ্যামেরিকান ফিল্ম ইনস্টিটিউট পুরস্কার | বছরের সেরা চলচ্চিত্র | এমা থমাস, ক্রিস্টোফার নোলান ও চার্লস রভেন | বিজয়ী |
বাফটা পুরস্কার | সেরা বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস | অ্যান্ড্রু লকলি, পিটার বেব, ক্রিস করবোল্ড, পল জে ফ্রাঙ্কলিন | মনোনীত |