নওশহরো ফিরোজি জেলা Naushahro Feroz District ضلعو نوشهرو فیروز | |
---|---|
জেলা | |
![]() সিন্ধু প্রদেশ এর মানচিত্র নওশহরো ফিরোজি জেলা (نوشهرو فیروز) সমেত | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | সিন্ধু প্রদেশ |
রাজধানী | নওশহরো ফিরোজি |
আয়তন | |
• মোট | ২,৯৪৫ বর্গকিমি (১,১৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ১৬,১২,৩৭৩ |
• জনঘনত্ব | ৫৫০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
নওশহরো ফিরোজি জেলা (সিন্ধি: نوشهرو فیروز) পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। এটির রাজধানী শহরের নাম হচ্ছে নওশহরো ফিরোজ নামক শহর। প্রশাসনিকভাবে ৫টি তহসিল এবং ৫১ টি ইউনিয়ন পরিষদে বিভক্ত, পাকিস্তানের ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১,০৮৭,৫৭১ জন এর মত, ২০১১ সালের আদমশুমারীর প্রাথমিক হিসাবে তা বেড়ে ১,৬২১,৭৮০ জন এর দাড়ায়।[২] ১৯৮৯ সাল থেকে নওশহরো ফিরোজী একটি জেলা হিসেবে পরিচালিত হয়ে আসছে।[৩]
জনসংখ্যার অধিকাংশই মুসলমান, প্রায় ৯৮.৪৫%, যেখানে হিন্দু ছিল ১.৩% (যেখানে জেলাটির শহুরে জনসংখ্যার ২.১৯% গঠন করে)।[৪] সিন্ধি প্রথম প্রধান ভাষা বা মাতৃভাষা হিসেবে ৮৮% মানুষ ব্যবহার করে, এছাড়াও ৫.৭% উর্দু এবং ৪.৪% পাঞ্জাবী ব্যবহৃত করে।[৫]