জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
নছর | |
---|---|
জন্ম | চেঙ্গালপাট্টু, তামিলনাড়ু | ৫ মার্চ ১৯৫৮
পেশা | চলচ্চিত্র অভিনেতা প্রযোজক চলচ্চিত্র পরিচালক |
কর্মজীবন | ১৯৮৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | কামীলা |
সন্তান | ৩ |
নছর (তামিল: நாசர், জন্মঃ ৫ মার্চ ১৯৫৮) হচ্ছেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।[১] ১৯৮৫ সালে তিনি কৈলাস বলচন্দ পরিচালিত কল্যাণ আগাতিগাল চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনয় করেন।[২] ১৯৮৭ সালের কমল হাসন অভিনীত চলচ্চিত্র নায়কান চলচ্চিত্রে নছর অভিনয় করে অনেক খ্যাতি কুড়ান। মণি রত্নম পরিচালিত রোজা (১৯৯২), কমল হাসন অভিনীত 'চাচী ৪২০' তার অভিনীত অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র।[৩] রজনীকান্ত অভিনীত ভেলাইকরন (১৯৮৭) চলচ্চিত্রতে নছর খল চরিত্রে ছিলেন।
১৯৫৮ সালের ৫ই মার্চ ভারতের তামিলনাড়ু রাজ্যের (তখন মাদ্রাজ প্রদেশ নামে পরিচিত) চেঙ্গালপাট্টুতে জন্ম হয় নছরের। তার পিতার নাম মেহবুব পাশা এবং মাতার নাম মমতাজ। চেঙ্গালপাট্টুর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছিলেন নছর। এরপর তিনি চেন্নাইতে মাদ্রাজ ক্রিশ্চিয়ান কলেজে পড়েন। এই কলেজে পড়াকালীন তিনি নাটকে (মঞ্চ নাটকে) অভিনয় করতেন। এরপর তিনি ভারতীয় বিমান বাহিনীতে বিমানসেনা হিসেবে যোগ দেন যদিও রিক্রুট থাকাকালীন তিনি বিমান বাহিনীর চাকরি হারান। এরপর দুটি অভিনয়ের স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন, এর মধ্যে একটি ছিলো তামিলনাড়ু ইন্সটিটিউট ফর ফিল্ম এ্যান্ড টেলিভিশন টেকনোলজি।[৪][৫][৬][৭][৮]