![]() |
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
নন্দমুরি বালাকৃষ্ণ | |
---|---|
![]() ২০১২ সালে বালাকৃষ্ণ | |
হিন্দপুর (আইনসভা সংসদ) আসনের অন্ধ্র প্রদেশ আইনসভা পরিষদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০১৪ | |
পূর্বসূরী | পি আব্দুল গণি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মাদ্রাজ, মাদ্রাজ প্রদেশ, ভারত (এখন চেন্নাই, তামিলনাড়ু, ভারত) | ১০ জুন ১৯৬০
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | তেলুগু দেশম পার্টি |
দাম্পত্য সঙ্গী | বসুন্ধরা দেবী (বি. ১৯৮২) |
সন্তান | ৩ |
মাতা | বাসাভাটারাকাম |
পিতা | এন. টি. রামা রাও |
শিক্ষা | নিজাম কলেজ, হায়দ্রাবাদ |
পেশা |
|
নন্দমুরি বালাকৃষ্ণ (জন্ম ১০ জুন ১৯৬০) ভারতের তেলুগু চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা।[১][২] তেলুগু চলচ্চিত্রের ধ্রুপদী অভিনেতা এন. টি. রামা রাওের ষষ্ঠ পুত্র হচ্ছেন নন্দমুরি বলকৃষ্ণ। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত 'টাটামা কালা' নামের একটি তেলুগু চলচ্চিত্রে নন্দমুরি বলকৃষ্ণ প্রথম অভিনয় করেছিলেন মাত্র চৌদ্দ বছর বয়সে।[৩][৪]