নন্দীবরম-গুড়ুবাঞ্চেরি நந்திவரம்-கூடுவாஞ்சேரி | |
---|---|
নগর পঞ্চায়েত | |
তামিলনাড়ু তথা ভারতে নন্দীবরম গুড়ুবাঞ্চেরির অবস্থান | |
স্থানাঙ্ক: ১২°৫০′৩৮″ উত্তর ৮০°০৩′৪০″ পূর্ব / ১২.৮৪৪০° উত্তর ৮০.০৬১০° পূর্ব | |
রাষ্ট্র | ![]() |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেঙ্গলপট্টু |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৪,০৯৮ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০৩২০২ |
টেলিফোন কোড | ৯১-৪৪ |
যানবাহন নিবন্ধন | TN-19 (টিএন-১৯) |
নন্দীবরম গুড়ুবাঞ্চেরি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত এটি একটি পঞ্চায়েত শহর বা নগরপঞ্চায়েত৷ ২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে এর জনসংখ্যা ছিলো ২৭,৩৮৬ জন৷ বর্তমানে শহরটিতে রয়েছে ১৮ টি ওয়ার্ড৷[১]
২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[৩] নন্দীবরম গুড়ুবাঞ্চেরির মোট জনসংখ্যা ৪৪,০৯৮ জন, যেখানে ২২,২৬৪ জন পুরু ও ২১,৮৩৪ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৮১ জন নারীর বাস৷[৪] মোট পরিবার সংখ্যা ১১,২৫২ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৪,৪৯৪, যা মোট জনসংখ্যার ১০.১৯ শতাংশ৷ নন্দীবরম গুড়ুবাঞ্চেরির মোট সাক্ষরতার হার ৯১.১৩ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৪.৮৫ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৭.৩৭ শতাংশ৷