নরান্তক-দেবান্তক | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা |
|
সহোদর | অতিকায় ত্রিশিরা |
নরান্তক (সংস্কৃত: नरान्तक, আক্ষরিক অর্থে নর বা মানুষের অন্তকারী) এবং দেবান্তক (সংস্কৃত: देवान्तक, আক্ষরিক অর্থে দেবতাদের অন্তকারী) হলেন দুই অসুর বা রাক্ষস এবং লঙ্কারাজ রাবণের পুত্র, যাদের কথা মহাকাব্য রামায়ণে ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত হয়েছে।[১] মূলত তাদের বর্ণনা বাল্মিকী রামায়ণের যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডে উল্লেখ রয়েছে। তাদের মাতা হলো রাবণের দ্বিতীয় পত্নী ধন্যমালিনী। তাদের বড় ভাইয়ের নাম- অতিকায়। রামায়ণের রাম-রাবণের যুদ্ধে নরান্তক, বানররাজ বালীর পুত্র অঙ্গদের হাতে নিহত হয়। অন্যদিকে, দেবান্তক প্রতাপী হনুমানের সাথে দ্বন্দ্বযুদ্ধে হনুমানের মুষ্ট্যাঘাতে নিহত হয়।