নায়ার সুলতানা | |
---|---|
জন্ম | তৈয়বা বানু ১৯৩৭ |
মৃত্যু | ২৭ অক্টোবর ১৯৯২[১] | (বয়স ৫৪–৫৫)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৫–১৯৯১ |
দাম্পত্য সঙ্গী | অভিনেতা সৈয়দ ইসরাত আব্বাস[২] |
নায়ার সুলতানা (জন্ম তৈয়বা বানু; ১৯৩৭– ২৭ অক্টোবর ১৯৯২) ছিলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী। [১][৩] তিনি ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে ললিউডে বড় পর্দার অন্যতম অভিনেত্রী ছিলেন।[৪] তিনি পাকিস্তানে মালকা-ই-জজবাত (ভাবের রানি) নামে পরিচিত ছিলেন।
নয়ার সুলতানা ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের আলিগড়ে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৫] তিনি ব্রিটিশ ভারতের আলিগড় মহিলা কলেজে পড়াশোনা করেছিলেন।[৬] ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর তার পরিবার করাচিতে চলে যায়। তিনি তার সহ-অভিনেতা এবং পাকিস্তানি চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রধান রোমান্টিক অভিনেতা দর্পণকে বিয়ে করেছিলেন। তার বড় ভাই সন্তোষ কুমারও একজন অভিনেতা ছিলেন এবং আরেক ভাই এস সুলাইমান ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক।
নায়ার সুলতানা ১৯৯২ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের করাচির আগা খান হাসপাতালে ক্যান্সারের ফলে মৃত্যুবরণ করেছিলেন।[১][৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; pakmag
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি