নাসরুল্লাহ পুর্জাভাদি | |
---|---|
জন্ম | ১৯ জুলাই, ১৯৪৩ |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কো, তেহরান বিশ্ববিদ্যালয় |
যুগ | সমসাময়িক দর্শন |
অঞ্চল | ইসলামী দর্শন |
প্রধান আগ্রহ | সুফিবাদ, ইসলামী দর্শন |
নাসরুল্লাহ পুরহাদি ইরানের একজন দার্শনিক, সুফি পণ্ডিত ও তেহরান বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের অধ্যাপক।[১][২][৩] তিনি ইরান ইউনিভার্সিটি প্রেসের প্রতিষ্ঠাতা পরিচালক ও একাডেমী অফ পার্সিয়ান ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার-এর একজন স্থায়ী সদস্য।[৪] ২০০৫ সালে তিনি আলেক্সান্ডার ভন হামবোল্ড পুরস্কারে ভূষিত হন।[৫]