নিকিয়াস সোতের | |
---|---|
ইন্দো-গ্রিক রাজা | |
রাজত্ব | ? ৯০-৮৫ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | থেওফিলোস দিকাইওস |
উত্তরসূরি | এর্মাইওস সোতের |
নিকিয়াস সোতের (গ্রিক: Νικίας ὁ Σωτήρ) একজন ইন্দো-গ্রিক রাজা ছিলেন, যিনি আনুমানিক ৯০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত[১] পারোপামিসাদাই অঞ্চল শাসন করেন, যদিও সিনিয়রের মনে করেছেন যে, তিনি ১৩৫-১২৫ খ্রিস্টপূর্বাব্দে রাজত্ব করেন।[২]
নিকিয়াস সোতের বেশ কিছু দ্বিভাষী ভারতীয় রৌপ্য মুদ্রা প্রচলন করেন, যেখানে তাঁর হেলমেট পরিহিত প্রতিকৃতি দেখা যায়। এই সকল মুদ্রায় রাজার দন্ডায়মান বা অশ্বারূঢ় প্রতিকৃতি বা এথেনার চিত্র দেখা যায়। তাঁর ব্রোঞ্জ মুদ্রায় এবং তাঁর নিজের মুখাবয়ব বা অশ্বারূঢ় প্রতিকৃতি ছাড়াও জিউসের চিত্র দেখা যায়।
নিকিয়াস সোতের
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী থেওফিলোস দিকাইওস |
ইন্দো-গ্রিক শাসক (পারোপামিসাদাই) ? ৯০ - ৮৫ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী এর্মাইওস সোতের |