ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নিকোলাস উইলিয়ামস আর্থার[১] | ||
জন্ম | ১২ জুলাই ২০০২ | ||
জন্ম স্থান | প্যামপ্লোনা, স্পেন | ||
উচ্চতা | ১.৮০ মিটার | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | অ্যাথলেটিক বিলবাও | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০১০–২০১২ | CD Pamplona | ||
২০১২–২০১৩ | Osasuna | ||
২০১৩–২০১৯ | অ্যাথলেটিক বিলবাও | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯–২০২০ | বাসকোনিয়া | ৩ | (০) |
২০২০–২০২১ | বিলবাও অ্যাথলেটিক | ২৪ | (৯) |
২০২১– | অ্যাথলেটিক বিলবাও | ৫০ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০২০ | স্পেন জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল | ৪ | (২) |
২০২১– | স্পেন জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দল | ৫ | (১) |
২০২২– | স্পেন জাতীয় ফুটবল দল | ৩ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৩:১৬, ৮ নভেম্বর ২০২২ (সসস) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:১৭, ১৭ নভেম্বর ২০২২ (সসস) তারিখ অনুযায়ী সঠিক। |
নিকোলাস উইলিয়ামস আর্থার (সংক্ষেপে নিকো উইলিয়ামস; জন্ম ১২ জুলাই ২০০২) একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি লা লিগা ক্লাব অ্যাথলেটিক বিলবাও এবং স্পেন জাতীয় দলের হয়ে উইঙ্গার হিসেবে খেলেন।
উইলিয়ামস স্পেনে জন্মগ্রহণ করেন। তিনি ও তাঁর পিতামাতা ছিলেন ঘানা দেশের নাগরিক। তাঁর জন্মের ৮ বছর আগে লাইবেরিয়ার গৃহযুদ্ধের শরণার্থী হিসাবে তাঁর পিতামাতা স্পেনে পালিয়ে আসেন।[২][৩] নিকোর বড় ভাই ইনাকি উইলিয়ামসও একজন ফুটবলার। তিনি ফরোয়ার্ড হিসেবে খেলেন।[৪][৫]