ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নিকো শে উইলিয়ামস[১] | ||
জন্ম | [২] | ১৩ এপ্রিল ২০০১||
জন্ম স্থান | রেক্সহ্যাম, ওয়েলস[৩] | ||
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মি)[৩] | ||
মাঠে অবস্থান | ফুল-ব্যাক[৪] | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নটিংহ্যাম ফরেস্ট | ||
জার্সি নম্বর | ৭ | ||
যুব পর্যায় | |||
২০০৯–২০১৯ | লিভারপুল | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯–২০২২ | লিভারপুল | ১৩ | (০) |
২০২২ | → ফুলহ্যাম (লোন) | ১৪ | (২) |
২০২২– | নটিংহ্যাম ফরেস্ট | ৬ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৮–২০২০ | ওয়েলস অ১৯[২] | ৮ | (৪) |
২০২০– | ওয়েলস জাতীয় ফুটবল দল | ২৩ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩ সেপ্টেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৫ সেপ্টেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
নিকো শে উইলিয়ামস (জন্ম: ১৩ এপ্রিল, ২০০১) একজন ওয়েলস পেশাদার ফুটবলার। তিনি প্রিমিয়ার লিগ ক্লাব নটিংহাম ফরেস্ট এবং ওয়েলস জাতীয় দলের হয়ে ফুল ব্যাক হিসেবে খেলেন।
উইলিয়ামস ছয় বছর বয়সে লিভারপুলের যুব একাডেমিতে যোগ দেন এবং ক্লাবের হয়ে অ১৮, অ১৯ এবং উ২৩ স্তরে প্রতিনিধিত্ব করেন। একইসাথে তিনি উয়েফা ইয়ুথ লিগেও খেলতে থাকেন।[৫] [৬] [৭] পিঠে গুরুতর আঘাত পাওয়ার কারণে ২০১৭–১৮ মৌসুমের বেশিরভাগ সময়ই তার মাঠে নামা হয়নি। তবে, দুই বছর পরে এফএ ইউথ কাপ জিতে তার জায়গা পুনরুদ্ধার করেন।[৮]
যুব পর্যায়ের এমন পারফরম্যান্সের জন্য লিভারপুল মূল দলে তার ডাক পড়ে। ৩০ অক্টোবর, ২০১৯-এ, ইএফএল কাপে আর্সেনালের বিরুদ্ধে খেলার মাধ্যমে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়। ম্যাচের শেষ মূহুর্তে ডিভক অরিগিকে অ্যাসিস্ট করে লিভারপুলকে পেনাল্টি শুট-আউটে নিয়ে যেতে সাহায্য করেন। পরে লিভারপুল ৫–৫ (৫–৪) গোলে ম্যাচটি জেতে। [৯] [১০] সে বছরের ডিসেম্বরে তাকে লিভারপুলের ২০১৯ ফিফা ক্লাব বিশ্বকাপ দলে রাখা হলেও মাঠে নামানো হয়নি[১১]
বছরের শুরুর পর, তিনি একটি খেলেন করেন যা মূলত টিনএজার এবং রিজার্ভদের নিয়ে গঠিত। তারা এফএ কাপের ৩য় রাউন্ডে মার্সিসাইডের প্রতিদ্বন্দ্বী এভারটনকে এবং ৪র্থ রাউন্ডের রিপ্লেতে শ্রুসবারি টাউনকে হারায়।[১২] [১৩] শ্রুসবারির বিপক্ষে ম্যাচে উইলিয়ামস নেমে লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে যান। তখন তার বয়স ছিলো ১৯ বছর ২ দিন। [১৪] ২৪ জুন, ২০২০-এ তার প্রিমিয়ার লিগে অভিষেক হয়। COVID-19 প্রাদুর্ভাবের কারণে তিন মাসের দীর্ঘ স্থগিতাদেশের পরে টুর্নামেন্ট শুরু হলে তিনি ক্রিস্টাল প্যালেসের ৭৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। [১৫] উইলিয়ামস তার লিগ বিজয়ীদের পদক নিশ্চিত করার জন্য নিয়মিতই মাঠে নামতেন। [১৬] কয়েক সপ্তাহ পরে ১৭ আগস্ট তিনি লিভারপুলের সাথে একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। [১৭]
৩১ জানুয়ারি, ২০২২-এ, উইলিয়ামস লোনে চ্যাম্পিয়নশিপ ক্লাব ফুলহ্যামে যোগ দেন। [১৮] ৮ মার্চ, ২০২২-এ সোয়ানসি সিটির বিপক্ষে তিনি ক্যারিয়ারের প্রথম সিনিয়র ক্লাব গোল করেন। [১৯]
১০ জুলাই, ২০২২-এ উইলিয়ামস প্রিমিয়ার লিগ ক্লাব নটিংহাম ফরেস্টে £১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের জন্য যোগ দেন। [২০] [২১]
উইলিয়ামস রেক্সহ্যামে জন্মগ্রহণ করেন। অনূর্ধ্ব-১৯ স্তরে তিনি ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। [২২] ২০২০ সালের আগস্টে তাকে প্রথমবারের মতো ওয়েলস মূল দলে ডাকা হয়। [২৩] [২৪] সেপ্টেম্বর ২০২০-এ ফিনল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগে উইলিয়ামসের অভিষেক ঘটে। সে টুর্নামেন্টেই বুলগেরিয়ার বিপক্ষে সিনিয়র দলের হয়ে তিনি প্রথম গোল করেন; ওয়েলসও ম্যাচটি ১–০ ব্যবধানে জেতে। [২৫] ২০২১ সালের মে মাসে উয়েফা ইউরো ২০২০ এ ওয়েলস দলে খেলার জন্য মনোনীত হন। [২৬]
উইলিয়ামস ওয়েলসকে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো ২০২২ সালের ফিফা বিশ্বকাপে ওঠাতে সাহায্য করেন। [২৭] ২০২২ সালের নভেম্বরে কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপে ওয়েলস জাতীয় দলে খেলার জন্য তাকে মনোনীত করা হয়। [২৮]
উইলিয়ামসের ''কিলান উইলিয়ামস'' নামের একজন ছোট ভাই আছে। কিলান ইংলিশ ক্লাব বার্নলির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেন। [২৯]
ক্লাব | মৌসুম | লীগ | এফএ কাপ | ইএফএল কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
লিভারপুল অ২১ | ২০১৯-২০ [৩০] | - | - | - | - | - | ২ [ক] | ২ | ২ | ২ | ||||
লিভারপুল | ২০১৯-২০ [৩০] | প্রিমিয়ার লিগ | ৬ | ০ | ৪ | ০ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ১১ | ০ |
২০২০-২১ [৩১] | প্রিমিয়ার লিগ | ৬ | ০ | ১ | ০ | ২ | ০ | ৪ [খ] | ০ | ১ [গ] | ০ | ১৪ | ০ | |
২০২০-২১ [৩২] | প্রিমিয়ার লিগ | ১ | ০ | ০ | ০ | ৪ | ০ | ৩ [lower-alpha 2] | ০ | - | ৮ | ০ | ||
মোট | ১৩ | ০ | ৫ | ০ | ৭ | ০ | ৭ | ০ | ১ | ০ | ৩৩ | ০ | ||
ফুলহাম (লোন) | ২০২১-২২ [৩২] | চ্যাম্পিয়নশিপ | ১৪ | ২ | ১ | ০ | - | - | - | ১৫ | ২ | |||
নটিংহাম ফরেস্ট | ২০২২-২৩ [৩৩] | প্রিমিয়ার লিগ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | - | - | ২ | ০ | ||
ক্যারিয়ার মোট | ২৯ | ১ | ৬ | ০ | ৭ | ০ | ৭ | ০ | ৩ | ২ | ৫২ | ৩ |
জাতীয় দল | বছর | ম্যাচ | গোল |
---|---|---|---|
ওয়েলস | ২০২০ | ৬ | ১ |
২০২১ | ১১ | ১ | |
২০২২ | ৬ | ০ | |
মোট | ২৩ | ২ |
নং | তারিখ | ভেন্যু | ক্যাপ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | Ref. |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ৬ সেপ্টেম্বর, ২০২০ | কার্ডিফ সিটি স্টেডিয়াম, কার্ডিফ, ওয়েলস | ২ | বুলগেরিয়া | ১–০ | ১–০ | ২০২১ উয়েফা নেশনস লিগ বি | [৩৫] |
২ | ১৩ নভেম্বর, ২০২১ | কার্ডিফ সিটি স্টেডিয়াম, কার্ডিফ, ওয়েলস | ১৬ | বেলারুশ | ২–০ | ৫–১ | ২০২২ ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব | [৩৬] |
লিভারপুল ইয়ুথ
লিভারপুল
ফুলহ্যাম