তারিখ | ১৩ মার্চ ২০২০ |
---|---|
ধরন | অভিযান |
কারণ | প্রত্যেককে নিয়মিত ৪০ সেকেন্ড ধরে হাত ধোয়ার আহ্বান জানানো |
সংগঠক | বিশ্ব স্বাস্থ্য সংস্থা |
নিরাপদ হাত চ্যালেঞ্জ হলো কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা চালু করা একটি প্রচারাভিযান।[১] এটি ২০২০ সালের ১৩ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানম ঘেব্রেইসাস চালু করেন।[২] অভিযানটি প্রত্যেককে নিজেদের নিরাপদ রাখতে এবং রোগের সংক্রমণ রোধ করতে নিয়মিত ৪০ সেকেন্ডের জন্য তাদের হাত ধোয়ার আহ্বান জানায়।[১] নিরাপদ হাত চ্যালেঞ্জে অংশগ্রহণের জন্য ডব্লিউএইচও বিশ্বব্যাপী খ্যাতিমান ব্যক্তিদের আহ্বান জানায়।[৩]
এটি চালু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে, 'নিরাপদ হাত চ্যালেঞ্জ' টিকটক হ্যাশট্যাগ হিসেবে প্রায় অর্ধ বিলিয়ন বার ব্যবহার করা হয়।[১] পুসিক্যাট ডলস,[৩] বিলি পোর্টার,[৩] দীপিকা পাড়ুকোন এবং শচীন তেন্ডুলকর[৪] [৫] নিরাপদ হাত চ্যালেঞ্জের অংশ হিসেবে হাতের স্বাস্থ্যবিধি প্রচার করার ভিডিওগুলো শেয়ার করেন।