নির্ভয় | |
---|---|
প্রকার | দূরপাল্লা, সর্বঋতু, সাবসনিক ক্রুজ মিশাইল[১] |
উদ্ভাবনকারী | ভারত |
উৎপাদন ইতিহাস | |
উৎপাদনকারী | প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) |
উৎপাদনকাল | ২০১২ |
তথ্যাবলি | |
ওজন | ১,০০০ কিলোগ্রাম |
দৈর্ঘ্য | ৬ মিটার |
ব্যাস | ০.৫২ মিটার |
অপারেশনাল রেঞ্জ |
১,০০০ কিলোমিটার |
গতিবেগ | ০.৭ ম্যাক |
নির্দেশনা পদ্ধতি |
আইএনএস |
নির্ভয় ভারতে নির্মিত একটি দূরপাল্লার সাবসনিক ক্রুজ মিশাইল।[১] এই ক্ষেপণাস্ত্রটি ১,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। ভারতের সামরিক বাহিনীর তিনটি শাখাই (ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌবাহিনী) এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।[২] মাটি, সমুদ্র ও আকাশ - তিন প্রকার উৎক্ষেপণ কেন্দ্র থেকেই নির্ভয় ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের অ্যাডভান্স সিস্টেম ল্যাবোরেটরিতে নির্মিত হয়েছে। ২০১২ সালে এর প্রথম উৎক্ষেপণ হবে।[৩] নির্ভয় একটি টেরাইন-হাগিং গুপ্ত ক্ষেপণাস্ত্র।[৪] বিভিন্ন মিশনের উপযোগী ২৪টি আলাদা রকমের ওয়ারহেড বহনে সক্ষম। পরিচালনার জন্য এটিতে একটি ইনার্টিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহৃত হয়।[৫] নির্ভয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের থেকেই ৩০০ কিলোমিটার বেশি দূরত্ব পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম।