নিশা আগারওয়াল | |
---|---|
জন্ম | নিশা আগারওয়াল ২৭ এপ্রিল ১৯৮৯ মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | নিশা |
নাগরিকত্ব | ভারতীয় |
শিক্ষা | স্নাতক |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১০–২০১৪ |
পিতা-মাতা |
|
আত্মীয় |
|
নিশা আগারওয়াল (জন্ম: ২৭ এপ্রিল ১৯৮৯) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। ২০১০ সালে ইয়েমাইন্দি ই ভেলা চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে[১] এবং ২০১২ সালে ইস্তাম চলচ্চিত্রের মাধ্যমে তামিল চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে।
নিশা আগারওয়াল ২৭ এপ্রিল ১৯৮৯ সালে ভারতের মহারাষ্ট্র, মুম্বইয়ে জন্মগ্রহণ করেন।[২] তার বাবা সুমন আগারওয়াল পেশায় একজন উদ্যোক্তা এবং মা বিনয় আগারওয়াল একজন ময়রা (মিঠাইত্তয়ালা)। বড় বোন কাজল আগারওয়াল তেলুগু ও তামিল চলচ্চিত্র অভিনেত্রী।[২][৩] তার মাতৃভাষা পাঞ্জাবি। তিনি লেখাপড়া শেষ করেন মুম্বইয়ে এবং মহাবিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে তার মডেলিং কর্মজীবনের শুরু। তিনি একটি প্রতিষ্ঠানে ইন্টার্নি করেছিলেন, এবং অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিকল্পনা ছিলো এমবিএ পড়ার।[৪]
আগারওয়াল ২৮ ডিসেম্বর, ২০১৩ সালে মুম্বাইয়ের ব্যবসায়ী করণ ভেলেছারক বিয়ে করেছেন।[৫][৬]
বছর | চলচ্চিত্র | চরিত্র | ভাষা | টীকা |
---|---|---|---|---|
২০১০ | ইয়েমাইন্দি ই ভেলা | অবন্তিকা | তেলুগু | |
২০১১ | সলো | বৈষ্ণবী | তেলুগু | |
২০১২ | ইস্তাম | সন্ধ্যা | তামিল | |
২০১৩ | সুকুমারুডু | শংকরী | তেলুগু | |
সারাদাগা আম্মায়ইথো | গীতা | তেলুগু | ||
ডিকে বোস | ঘরের লেখ | তেলুগু |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |