নীমাচ | |
---|---|
শহর | |
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৮′৩৫″ উত্তর ৭৪°৫২′১২″ পূর্ব / ২৪.৪৭৬৩৮৫° উত্তর ৭৪.৮৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | মধ্য প্রদেশ |
জেলা | নীমাচ |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ১,০৭,৪৯৬ |
ভাষা | |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
নীমাচ (ইংরেজি: Neemuch) ভারতের মধ্য প্রদেশ রাজ্যের নীমাচ জেলার একটি শহর ও পৌরসভা এলাকা।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে নীমুচ শহরের জনসংখ্যা হল ১০৭,৪৯৬ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৭০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৭% এবং নারীদের মধ্যে এই হার ৬২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে নীমুচ এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১৪% হল ৬ বছর বা তার কম বয়সী।
ভারতের মধ্যপ্রদেশ রাজ্য বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |