আলেম বা ইসলামিক পণ্ডিত নূহ হা মীম ক্যাল্লার | |
---|---|
উপাধি | ছুফি শেখ |
জন্ম | ১৯৫৪ (বয়স ৬৯–৭০) মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতিভুক্ত | অামেরিকান |
যুগ | আধুনিক যুগ |
অঞ্চল | জর্ডান |
মাজহাব | সাফেয়ী |
শাখা | ছুন্নি (ছুফিবাদ) |
মূল আগ্রহ | শরিয়ত, হাদীস, তফসীর, ছুফিতত্ত্ব |
নূহ হা মীম ক্যাল্লার Nuh Ha Mim Keller (জন্মঃ ১৯৫৪) হলেন একজন ধর্মান্তরিত আমেরিকান মুসলিম। তিনি ইসলাম ধর্ম বিষয়ক গ্রন্থের অনুবাদক ও [১] ইসলামী শরীয়া বিষয়ে একজন বিজ্ঞ ব্যক্তি বা আলেম। উপরন্তু তিনি সাধিলিয়া তরীকার আব্দ আল রহমান আল সাগৌরী Abd al-Rahman al-Shaghouri নামক পীরের নিযুক্ত খলিফা বা ছুফি সাধক।[২]
তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোনিয়া বিশ্ববিদ্যালয় হতে দর্শন ও আরবী ভাষায় পান্ডিত্য অর্জন করেন। তিনি ১৯৭৭ সালে খৃষ্টধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম।[৩] সাম্প্রতিক কালে ছুফি[৪] ক্যাল্লার জর্ডানের আম্মানে বসতি স্থাপন করেন।[৫]
তার উল্লেখযোগ্য গ্রন্থ সমূহরে মধ্যে রয়েছেঃ রিলায়েন্স অব ট্রাভেলার Reliance of the Traveller নামক অনুবাদ গ্রন্থ যা উমদাত আল ছালিক Umdat al-Salik নামক সাফেয়ী Shafi'i মাযহাবের বিধিবিধান সমূহরে আলোচনা নির্ভর গ্রন্থ। এটি ছুন্না বুকস Sunna Books হতে ১৯৯১ সালে প্রকাশিত হয়।[৬] এটি ইউরোপীয় ভাষায় অনুদিত প্রথম নির্ভরযোগ্য গ্রন্থ হিসাবে আল আযহার বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে।[৬] তার এ গ্রন্থটি পশ্চিমা মুসলিমদের মধ্যে বিশেষ অনুপ্রেরণার উদ্রেক করে।[৭] এছাড়াও তিনি প্রভূত গ্রন্থের প্রণেতা। পাশাপাশি তিনি মুসুদ ডট কো ডট ইউকে নামের সাময়িকীতে নিয়মিত তার নিবন্ধ প্রকাশিত হয়[৮]