পদ্মনাভস্বামী মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
ঈশ্বর | মহাবিষ্ণু |
অবস্থান | |
অবস্থান | তিরুবনন্তপুরম |
রাজ্য | কেরল |
দেশ | ভারত |
স্থানাঙ্ক | ৮°২৮′৫৮″ উত্তর ৭৬°৫৬′৩৭″ পূর্ব / ৮.৪৮২৭৮° উত্তর ৭৬.৯৪৩৬১° পূর্ব |
স্থাপত্য | |
ধরন | কেরালার স্থাপত্য এবং তামিলনাড়ুর স্থাপত্য |
ওয়েবসাইট | |
Official website |
পদ্মনাভস্বামী মন্দির একটি হিন্দু মন্দির যা ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে অবস্থিত। মালয়ালম ভাষায় তিরুবনন্তপুরম শব্দটির অর্থ ভগবান অনন্তের শহর,[১] এখানে ভগবান অনন্ত বলতে পদ্মনাভস্বামী মন্দিরের দেবতাকে নির্দেশ করে। মন্দিরটি চেরা শৈলী এবং দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত।[২][৩]
প্রধান দেবতা পদ্মনাভস্বামী (বিষ্ণু) "অনন্ত শয়ন" ভঙ্গিতে বিরাজমান, অনন্ত সর্প আদিশেশের উপর চিরন্তন যোগিক নিদ্রা। পদ্মনাভস্বামী হলেন ত্রাভাঙ্কোরের রাজপরিবারের তত্ত্বাবধায়ক দেবতা। ত্রাভাঙ্কোরের মহারাজা মূলম থিরুনাল রামা বর্মা, মন্দিরের বর্তমান ট্রাস্টি।
ব্রহ্ম পুরাণ, মৎস্য পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, ভাগবত পুরাণ এবং মহাভারতের মতো বেশ কয়েকটি প্রচলিত হিন্দু গ্রন্থে এই মন্দিরটির উল্লেখ রয়েছে। মন্দিরটিকে খ্রিস্টপূর্ব ৫০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে সঙ্গমকালের সাহিত্যে (কেবলমাত্র লিপিবদ্ধ) বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে।[৪][৫][৬] অনেক ঐতিহাসিক এবং পণ্ডিতদের অভিমত, মন্দিরের একটি নাম ছিল গোল্ডেন টেম্পল, আক্ষরিক অর্থেই এই বিষয়টি অবহিত ছিল যে মন্দিরটি সেই সময়ে অকল্পনীয়ভাবে ধনী ছিল।[৪][৫][৬]
হিন্দু উপাসনালয় বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |