পবিত্র মার্ঘেরিটা | |
---|---|
সংসদ সদস্য, রাজ্যসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩১ মার্চ ২০২২ | |
পূর্বসূরী | রানী নারাহ, কংগ্রেস |
নির্বাচনী এলাকা | আসাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৩ অক্টোবর ১৯৭৪ মার্ঘেরিটা, আসাম |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | Gayatri Mahanta |
সন্তান | 3 |
বাসস্থান | Guwahati |
প্রাক্তন শিক্ষার্থী | মার্ঘেরিটা কলেজ Assam Textile Institute |
পবিত্রা মার্ঘেরিটা একজন ভারতীয় রাজনীতিবিদ। মার্ঘেরিটা একজন সংসদ সদস্য (মার্চ ২০২২ সাল থেকে), ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আসামের প্রতিনিধিত্ব করছেন।[১][২] তিনি ২০১৪ সালে রাজনীতিতে যোগ দেন এবং ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য হন। তিনি ২০১৪ সাল থেকে আসাম বিজেপির [৩] একজন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়া সেল, আসাম বিজেপি এবং কামরুপ (উত্তর) জেলা বিজেপির জেলা প্রভারির দায়িত্ব পালন করেছেন। তিনি জ্যোতি চিত্রবনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন, [৪] গভ. ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত আসামের। তিনি ছাত্র ও যুব কল্যাণ, গভর্নমেন্টের রাজ্য স্তরের উপদেষ্টা কমিটির সদস্য [৫] হিসেবেও কাজ করেছেন। আসামের [৬] নভেম্বর ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত। এর পাশাপাশি তিনি একজন অভিনেতা ছিলেন। "মন জয়" তার সর্বকালের সবচেয়ে বড় হিট ছবি।
বর্তমানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সদস্য। [৭] পাশাপাশি তিনি দায়িত্ব পালন করছেন আসামের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব ড .
তিনি 1998 থেকে 2002 সাল পর্যন্ত মাসিক মায়া- এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক ছিলেন। তিনি 2002 থেকে 2005 সাল পর্যন্ত আরেকটি অসমিয়া সাংস্কৃতিক মাসিক SaReGaMa- এর প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক হিসেবেও কাজ করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন]</link>[ তথ্যসূত্র প্রয়োজন ]