পয়সা ওয়াসুল[১] | |
---|---|
পরিচালক | পুরি জগন্নাথ |
প্রযোজক | ভি আনন্দ প্রসাদ |
রচয়িতা | পুরি জগন্নাথ (কাহিনী /চিত্রনাট্য /সংলাপ) |
শ্রেষ্ঠাংশে | নন্দমুরি বলকৃষ্ণ শ্রিয়া সরণ বিক্রমজিৎ বির্ক মুসকান শেঠী |
সুরকার | অনুপ রুবেন্স |
চিত্রগ্রাহক | মুকেশ জি |
সম্পাদক | জুনায়েদ সিদ্দিকী |
প্রযোজনা কোম্পানি | ভাব্য ক্রিয়েশন্স[২] |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪২ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তেলুগু |
পয়সা ওয়াসুল (তেলুগু: పైసా వసూల్) হচ্ছে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু চলচ্চিত্র। সহিংসতাবাদী-হাস্যরসাত্মক এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন পুরি জগন্নাথ, এবং চলচ্চিত্রটির কাহিনীও তিনি লিখেছিলেন।[৩] চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নন্দমুরি বলকৃষ্ণ, শ্রিয়া সরণ, বিক্রমজিৎ বির্ক এবং মুসকান শেঠী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন অনুপ রুবেন্স।
এই চলচ্চিত্রটি ছিলো নন্দমুরি বলকৃষ্ণ অভিনীত ১০১তম চলচ্চিত্র। চলচ্চিত্রটির একটি গানে তিনি নিজের কণ্ঠ দিয়েছিলেন। চলচ্চিত্রটি বক্স অফিসে মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিলো এবং ব্যবসাও ছিলো মোটামুটি।,[৪]