পাকিস্তানের কমিউনিস্ট পার্টি کمیونسٹ پارٹی آف پاکستان | |
---|---|
সংক্ষেপে | সিপিপি |
চেয়ারম্যান | জামিল আহমাদ মালিক |
প্রতিষ্ঠাতা | সাজ্জাদ জহির |
প্রতিষ্ঠা | ৬ মার্চ ১৯৪৮ |
বিভক্তি | ভারতের কমিউনিস্ট পার্টি |
সদর দপ্তর | কেন্দ্রীয় সচিবালয়, ১৪২৬-ফতেহ জঙ্গ চক, এটক সেনানিবাস, পাকিস্তান |
ভাবাদর্শ | সাম্যবাদ মার্কসবাদ–লেনিনবাদ |
রাজনৈতিক অবস্থান | বামপন্থী |
আন্তর্জাতিক অধিভুক্তি | IMCWP[১] |
আনুষ্ঠানিক রঙ | Red |
নির্বাচনী প্রতীক | |
Sickle | |
ওয়েবসাইট | |
http://www.cpp.net.pk |
পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হচ্ছে পাকিস্তানের একটি সাম্যবাদী দল।
পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ৬ মার্চ, ১৯৪৮ সালে ভারতীয় ইউনিয়নের কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে কংগ্রেসে আগত পাকিস্তানের প্রতিনিধিরা স্বতন্ত্রভাবে এক বৈঠকে মিলিত হয়ে ৯ সদস্যবিশিষ্ট পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করেন। এই কমিটিতে ছিলেন সাজ্জাদ জহির, খোকা রায়, নেপাল নাগ, জামাল উদ্দিন বুখারি, আতা মোহাম্মদ, মণি সিংহ, কৃষ্ণবিনোদ রায় ও মনসুর হাবিবউল্ল্যা। সাজ্জাদ জহির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান কমিউনিস্ট পার্টি দুর্বল বিধায় এই পার্টিকে পরিচালনা করার জন্য সিপিআইয়ের পক্ষ থেকে ভবানী সেনকে দায়িত্ব দেয়া হয়। পাকিস্তান কমিউনিস্ট পার্টি বা পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির রাজনীতি ছিলো কলকাতায় অনুষ্ঠিত সিপিআইয়ের দ্বিতীয় কংগ্রেসে গৃহীত রাজনীতিই। আলাদাভাবে বিশেষ কোনো রণনীতি বা রণকৌশল গ্রহণ করা হয়নি। নবগঠিত পাকিস্তানে শ্লোগান তোলা হয়, ইয়ে আজাদী ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুখা হ্যায়, সশস্ত্র সংগ্রাম গড়ে তুলে এই সরকার হঠাও।[২]