পাকিস্তান মিডিয়া পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্র, টেলিভিশন, রেডিও, মঞ্চনাটক, সাংবাদিকতায় অবদানের জন্য |
দেশ | পাকিস্তান |
প্রথম পুরস্কৃত | ২০১০ |
ওয়েবসাইট | www.pakistanmediaaward.com |
পাকিস্তান মিডিয়া পুরস্কার সংক্ষেপে দি পিএমএ (English: The PMA) হিসেবে পরিচিত।এটি মূলত বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও নাটকে ভালো কাজের জন্য দেয়া হয়ে থাকে। এর পুরস্কার হিসেবে মূলত যে প্রতিমূর্তি প্রদান করার হয় তাতে একজন বীরের বুকে তারকা দেখা যায়। এটি প্রতি বছর আয়োজনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। পাকিস্তানে পুরস্কারকে মিডিয়ার বড় পদক হিসেবে ধরা হয়।
২০১০ সালে প্রথম পাকিস্তান মিডিয়া পুরস্কার প্রদান করা হয়।[১]