পুমোরি

পুমোরি
কালা পাথর, খুম্বু উপত্যকা থেকে পুমোরির দৃশ্য
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৭,১৬১ মিটার (২৩,৪৯৪ ফুট)
সুপ্রত্যক্ষতা১,২৭৮ মিটার (৪,১৯৩ ফুট) []
তালিকাভুক্তি
স্থানাঙ্ক২৮°০০′৫৬″ উত্তর ৮৬°৪৯′৪১″ পূর্ব / ২৮.০১৫৬° উত্তর ৮৬.৮২৮১° পূর্ব / 28.0156; 86.8281
ভূগোল
পুমোরি নেপাল-এ অবস্থিত
পুমোরি
পুমোরি
পুমোরি তিব্বত-এ অবস্থিত
পুমোরি
পুমোরি
মূল পরিসীমামহালাঙ্গুর হিমেল, হিমালয় পর্বতমালা
আরোহণ
প্রথম আরোহণ১৭ মে ১৯৬২
গেরহার্ড লেন্সার[]
সহজ পথতুষার/বরফ আহোরণ
মানচিত্র

পুমোরি (নেপালি: पुमोरी) হলো হিমালয়ের মহালাঙ্গুর অংশের নেপালচীন সীমান্তে অবস্থিত একটি পর্বত। পুমোরি এভারেস্ট পর্বত থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পুমোরি অর্থ শেরপা ভাষায় "পর্বত কন্যা', যার নামকরণ করেছিলেন জর্জ ম্যালরি। 'পুমো' মানে যুবতী বা কন্যা ও শের্পা ভাষায় 'রি' মানে পাহাড়। পর্বতারোহীরা কখনো কখনো পুমোরিকে 'এভারেস্টের কন্যা' বলে উল্লেখ করে থাকে। ম্যাল্রি তার মেয়ের নাম অনুসারে এটিকে ক্লেয়ার পিক নামেও ডাকতেন। পুমোরি একটি জনপ্রিয় ক্লাইম্বিং পিক। সবচেয়ে সহজ রুট হল গ্রেডেড ক্লাস ৩; যদিও এতে উল্লেখযোগ্য তুষারপাতের বিপদ রয়েছে। পুমোরি প্রথম ১৯৬২ সালে গেরহার্ড লেন্সার একটি জার্মান-সুইস অভিযানে আরোহণ করেন। ১৯৯৬ সালের বসন্তে দুই চেক (লিওপোল্ড সুলোভস্কি এবং জেডেনেক মাইকেলেক) দক্ষিণমুখে একটি নতুন পথে আরোহণ করতে সক্ষম হন।

পুমোরির একটি বহিঃঅংশ হল কালা পাথর (৫,৬৪৩ মিটার; ১৮,৫১৪ ফুট), যা পুমোরির দক্ষিণ মুখের নীচে একটি বাদামী উঁচু স্থান হিসেবে প্রদর্শিত হয়। অনেক ট্রেকার যারা মাউন্ট এভারেস্টকে কাছ থেকে দেখতে যাচ্ছেন তারা কালা পাথরের চূড়ায় উঠার চেষ্টা করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Pumori, China/Nepal"। Peakbagger.com।  The prominence value given here of 1,278 m is based on elevation of 7,138 m.
  2. "Asia, Nepal, Jannu"। Climbs and Expeditions। আমেরিকান আলপাইন জার্নাল। নিউ ইয়র্ক: আমেরিকান আলপাইন ক্লাব। ১৩ (২): ৫১৭। ১৯৬৩। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৪